সাম্প্রতিক সংবাদ

প্রিয়শপ পরিদর্শনে জিএফআর ফান্ডের প্রতিনিধি

ক.বি.ডেস্ক: বাংলাদেশের শীর্ষ স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম এবং বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের নানান কার্যক্রম পরিদর্শন করে গেলেন জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম। এসময় তিনি প্রিয়শপ টিমের সঙ্গে দেখা করেন, প্রিয়শপের বিভিন্ন হাব পরিদর্শন করার পাশাপাশি গ্রাহক এবং সরবরাহকারীদের সঙ্গেও দেখা করেন। জিএফআর ফান্ড ভারত, আফ্রিকা এবং বাংলাদেশের মতো উদীয়মান বাজারগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে বেশ আগ্রহ প্রকাশ করেছে।

জিএফআর ফান্ড বাংলাদেশি বাজারের গতিশীলতা এবং সম্ভাবনার দিকে নজর দিতে আগ্রহী। সফরের সময় তিনি প্রিয়শপের নেতৃত্বাধীন দলের সঙ্গে কোম্পানির বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জিএফআর ফান্ডের প্রতিনিধি প্রিয়শপের ফুলফিলমেন্ট সেন্টার পরিদর্শন করেন। তিনি গ্রাহকদের সঙ্গেও মতবিনিময় করেন।

প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, “জিএফআর ফান্ডের প্রতিনিধির প্রিয়শপ পরিদর্শনে, কার্যক্রম পর্যালোচনায় এবং বাংলাদেশ বাজারের সম্ভাবনা তার সাথে সরাসরি শেয়ার করতে পেরে আমরা আনন্দিত। তার এই সফর দেশিয় বাজারের প্রবল সম্ভাবনার দিকে ইঙ্গিত দেয়।”

জিএফআর ফান্ডের প্রতিনিধি জেরেমি লিম বলেন, “নিজেদের চোখে প্রিয়শপের কার্যক্রম দেখে অনেক ভালো লাগছে। আমাদের বাংলাদেশ সফর এখানকার বাজারের সুযোগগুলো সরাসরি দেখার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে সফল ছিল। এ ছাড়াও অর্থনীতিতে প্রিয়শপের ভূমিকা, এমবেডেড ফাইন্যান্সের মাধ্যমে সাপ্লাই চেইনে বিপ্লব ঘটানোর পাশাপাশি এবং ক্ষুদ্র-ব্যবসায়ীদের জীবন মান উন্নত ও ক্ষমতায়ন করতে সহায়তা করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কো-ভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল জিএফআর ফান্ড উদীয়মান বাজারে প্রাথমিক পর্যায়ের কোম্পানিগুলোতে বিনিয়োগ করে। উদ্ভাবন এবং বৃদ্ধির উপর কৌশলগত ফোকাস করে জিএফআর ফান্ড দূরদর্শি সকল উদ্যোক্তা ও তাদের কোম্পানিকে বিনিয়োগের মাধ্যমে সহযোগিতা করে থাকে।

প্রিয়শপ এর লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০ কোটি মানুষকে সেবা দিবে। ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৬৩ হাজার এমএসএমই এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে প্রিয়শপ!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *