উদ্যোগ

প্রাইম ব্যাংক’র সঙ্গে বি-ট্র্যাক সলিউশনস’র চুক্তি

ক.বি.ডেস্ক: উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়াত নিরাপদ করতে অংশীদারিত্ব করেছে দেশের বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক ও বি-ট্র্যাক সলিউশনস লিমিটেড। উদ্যোক্তা ও কর্মজীবী নারীদের অফিস যাতায়ত নিরাপদ করতে বি-ট্র্যাক মোবাইল অ্যাপ “NIRAPATH” চালু করেছে, যার মাধ্যমে উদ্যোক্তা ও কর্মজীবী নারীরা কাজের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিরাপদে যাতায়াত করতে পারবেন।

সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আবদুল্লাহ মুহাইমিন এবং বি-ট্র্যাক সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাকের হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, বি-ট্র্যাক সলিউশনসের হেড অব সেলস সিরাজ উদ্দীন সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *