উদ্যোগ

ডিআইইউ এবং অ্যাপেক্স’র মধ্যে একটি কৌশলগত জোট চুক্তি

ক.বি.ডেস্ক: জ্ঞান ভাগাভাগি এবং পারস্পরিক আদান-প্রদানকে উৎসাহিত করতে অ্যাপেক্স ডিএমআইটি লিমিটেড এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি কৌশলগত জোট চুক্তি গঠনে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়। ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সহযোগিতার প্রেক্ষাপটে এ সমঝোতা স্মারকের উদ্দেশ্য।

উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক উপকারী সম্পর্ক স্থাপন এবং অংশীদারিত্বকে উৎসাহিত করে একটি সমন্বিত প্ল্যাটফর্ম বা জোট তৈরি করা, যা শিল্প খাতের চাহিদার জন্য স্নাতকদের আরও ভালভাবে সজ্জিত করার জন্য উল্লেখযোগ্য রূপান্তর ঘটাতে ভূমিকা রাখবে।

গতকাল সোমবার (২২ এপ্রিল) রাজধানীর বনানীতে অ্যাপেক্স ডিএমআইটি লিমিটেড কার্যালয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের চেয়ারম্যান মাইক কাজী। ডিআইইউ’র রেজিষ্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং অ্যাপেক্স ডিএমআইটি লিমিটেড’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সাদিকুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউ’র বিজ্ঞান ও আইসিটি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক ড. তানভীর ফিত্তিন আবির এবং এপেক্স ডিএমআইটি লিমিটেডের জেনারেল ম্যানেজার ইসমত জাহান, ভাইস প্রেসিডেন্ট অপারেশন মীর গোলাম সালেক, হেড অব ব্র্যান্ড- মার্কেটিং অ্যান্ড স্ট্র্যাটেজি মেহেদী হাসান শামীম, হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন আরিফ রহমান, হেড অব আইসিটি নাজমুল ইসলাম খান।

এই চুক্তির অধীনে অংশীদারিত্বের ক্ষেত্রগুলো হবে ইন্টার্নশিপ প্লেসমেন্ট সাপোর্ট, জব ফেয়ার অয়োজন/রোড শো/ক্যাম্পাস রিক্রুটমেন্ট, জব প্লেসমেন্ট সাপোর্ট, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট প্রোগ্রাম, ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং সেশন, জয়েন্ট রিসার্চ ইনিশিয়েটিভ, এম্পয়িবিলিটি স্কিল ডেভেলপমেন্ট এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *