আনুষাঙ্গিক মোবাইল

বাংলাদেশে ইউটিউব প্রিমিয়াম

ক.বি.ডেস্ক: এখন থেকে ইউটিউব প্রিমিয়াম ও ইউটিউব মিউজিক ব্যবহার করতে পারবেন বাংলাদেশের গ্রাহকরা। সম্প্রতি (৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান ইউটিউব বাংলাদেশের পার্টনার ম্যানেজার আবু সালেহ। বাংলাদেশে তাদের প্রিমিয়াম সেবা প্রথম মাসে গ্রহণ করতে কোন ফি দিতে হবে না। ফ্রি ট্রায়াল হিসেবে ব্যবহার করা যাবে। তবে এরপর ব্যবহারের জন্য প্রতিমাসে গুনতে হবে ২৩৯ টাকা করে। ৪৪৯ টাকার ফ্যামিলি প্যাকেজে সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবেন। আর স্টুডেন্ট প্যাকেজের সাবস্ক্রিপশন মূল্য ১৩৯ টাকা।

ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের মাধ্যমেই ইউটিউব প্রিমিয়াম পরিষেবাটি দেয়া হয়। ইউটিউব প্রিমিয়ামের সুবিধাগুলো মধ্যে রয়েছে, বিজ্ঞাপনমুক্ত কনটেন্ট দেখা, প্ল্যাটফর্মটির নির্মাতাদের সহযোগিতায় নির্মিত প্রিমিয়াম ইউটিউব অরিজিনাল প্রোগ্রামিং, ভিডিও ডাউনলোড এবং মোবাইল ডিভাইসে ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড প্লেব্যাক এবং ইউটিউব মিউজিক স্ট্রিমিং পরিষেবা পাওয়া।

২০১৪ সালের ১৪ নভেম্বর প্রিমিয়াম পরিষেবাটি চালু করে ইউটিউব। ওই সময় শুধু ইউটিউব এবং গুগল-প্লে মিউজিকের ভিডিওগুলোতে বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং সুবিধা পাওয়া যেত। তবে ২০১৮ সালে ইউটিউব এটিকে ‘ইউটিউব প্রিমিয়াম’ নাম দিয়ে একটি আলাদা পরিষেবা হিসেবে পুনঃব্র্যান্ডিং করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *