প্রযুক্তি পণ্যের বাজারে আসুসের ভিভোবুক এস সিরিজের ২০২০ সংস্করণ
সম্প্রতি বাংলাদেশের বাজারে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস নিয়ে এলো ভিভোবুক এস সিরিজের ২০২০ সংস্করণ। আসুস ভিভোবুক এস১৪ (এস৪৩৩) এবং এস১৫ (এস৫৩৩) মডেলের ল্যাপটপ দুটি দেশের বাজারে উন্মোচন করে আসুস পণ্যের বাংলাদেশের একমাত্র পরিবেশক ও সেবাদানকারি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
আসুস ভিভোবুক এস১৪
আসুস ভিভোবুক এস১৪ মডেলের ল্যাপটপটি হালকা এবং সহজে বহনযোগ্য। এতে রয়েছে ইন্টেলের দশম প্রজন্মের কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর। ৮ গিগাবাইট অথবা ১৬ গিগাবাইট র্যামের সমন্বয়ে বাজারে এসেছে। ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল ইউএচডি গ্রাফিক্স চিপসেট। সম্পূর্ন অ্যালুমিনিয়াম বডি হওয়া সত্বেও ওজন মাত্র ১.৪ কেজি। পাশাপাশি ল্যাপটপটি এএমডি রাইজেন ৪০০০ সিরিজের প্রসেসরের সঙ্গেও পাওয়া যাচ্ছে।
আসুস ভিভোবুক এস১৫
আসুস ভিভোবুক এস১৫মডেলের ল্যাপটপটিতে থাকছে এনভিডিয়া জিফোর্স এমএক্স২৫০/এমএক্স৩৫০ এক্সাটার্নাল গ্রাফিক্স। স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ গিগাবাইট এম২ এনভিএমই পিসিআই ৩.০ এসএসডি। এ ছাড়াও অতিরিক্ত এসএসডি সংযোজন করার সু্যোগ থাকছে ইন্টেল অপটেন এইচ১০ সমর্থন করে। এই ল্যাপটপটিতে ৫০ ডব্লিউএইচ ব্যাটারি আছে যা দ্রুত চার্জ হতে সাহায্য করে যার মাধ্যমে মাত্র ৪৯ মিনিটেই ল্যাপটপটি ৬০% চার্জ করতে সক্ষম হয়। এ ছাড়াও এই ল্যাপটপটিতে তার গ্রাহক উপভোগ করতে পারবে ওয়াই-ফাই৬ এর দুর্দান্ত ইন্টারনেট স্পীড। সম্পূর্ন অ্যালুমিনিয়াম বডি হওয়া সত্বেও ওজন মাত্র ১.৮কেজি (S15)। পাশাপাশি ল্যাপটপটি এএমডি রাইজেন ৪০০০ সিরিজের প্রসেসরের সঙ্গেও পাওয়া যাচ্ছে।
ল্যাপটপটির বাজারমূল্য শুরু হয়েছে ৬৯,৫০০ টাকা থেকে। সঙ্গে রয়েছে দুই বছরের জন্য বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত: ০১৯৬৯৬০৩৫৯৫