 
            
                ক.বি.ডেস্ক: রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ট্রেনের টিকেট কালোবাজারি প্রতিরোধে অনলাইন টিকিটিং সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠান সহজ ডট কম-কে আরও আন্তরিক ও সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন। সেই সঙ্গে টিকেট কালোবাজারি প্রতিরোধে সহজ ডট কম যদি কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয় তবে, রেলওয়ের সঙ্গে বিদ্যমান চুক্তি পুনর্বিবেচনা করা হবে বলেও সতর্ক করেন                             
            

 
             
             
             
             
             
            


