
ক.বি.ডেস্ক: স্যামসাং গ্যালাক্সি এম১২ ডিভাইসের ব্যাক কাভারে যুক্ত করা হয়েছে ডায়াগোনাল লাইন। যা একদিকে ব্যাক কাভারের সৌন্দর্য বাড়াবে, আবার গ্রিপ হিসেবেও কাজ করবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৯০ হাটর্জ রিফ্রেশ রেটের মতো উন্নত ফিচার। দেশের বাজারে ডিভাইসটি ব্লু, ব্ল্যাক ও হোয়াইট এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। গ্যালাক্সি এম১২ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ (৭২০x১৬০০)