
ক.বি.ডেস্ক: তরুণরা সবসময় নতুনত্ব চায়। ফলে দ্রুত বদলে যায় স্মার্টফোনের মডেল। দৃষ্টিনন্দন রং ও ডিজাইনের জন্যেও অনেকে স্মার্টফোন পরিবর্তন করে। বাংলাদেশের স্মার্টফোন বাজারে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো এনেছে তাদের সর্বশেষ নতুন স্মার্টফোন ‘‘ভিভো ওয়াই৩৩এস’’ এর নতুন একটি রং। এর আগে বাংলাদেশে ওয়াই৩৩এস এর মিরর ব্ল্যাক এবং স্টারি গোল্ড রঙের সংস্করণগুলো ছিলো।