
ক.বি.ডেস্ক: আগামী ২ অক্টোবর স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড রিয়েলমি জিটি সিরিজের ফ্ল্যাগশিপ ‘‘জিটি মাস্টার এডিশন’’ স্মার্টফোন উন্মোচন করতে যাচ্ছে। টেক রিভিউইং ইউটিউব চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির (এটিসি) সঙ্গে একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হবে। একই অনুষ্ঠানে রিয়েলমির সি২১ওয়াই ও সি১১ ২০২১ স্মার্টফোন এবং ৪টি এআইওটি পণ্যও উন্মোচিত হবে। অনুষ্ঠানটি