![](https://computerbichitra.com/wp-content/uploads/2021/08/01-31-580x460.jpg)
স্মার্টফোন ব্র্যান্ড পোকো বাংলাদেশের বাজারে সম্প্রতি তাদের ফ্ল্যাগশিপ লেবেলের পারফরম্যান্সের ফোন উন্মোচন করেছে। ‘‘পোকো এম৩ প্রো ৫জি’’ মডেলের ফোনটির অন্যতম বৈশিষ্ট্য এর অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটির ৭০০ প্রসেসর, অনন্য ডিজাইন ও দুর্দান্ত বিনোদন অভিজ্ঞতার সমাহার। ডিজাইনের নতুনত্ব ফোনটিকে দিয়েছে প্রিমিয়াম লুক। স্লিম ফোনটিতে সেই সঙ্গে রয়েছে অসাধারণ ক্যামেরা ও শক্তিশালী