
ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড পোকো বাংলাদেশের বাজারে আজ (মঙ্গলবার) তাদের নতুন হ্যান্ডসেট ‘‘পোকো এম৩ প্রো ৫জি’’ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৫ ইঞ্চি ৯০হাটর্জের এফএইচডি প্লাস ডটড্রপ ডিসপ্লেসহ ফাইভজি ডুয়াল সিম সমর্থিত। পোকো এম৩ প্রো ৫জি আসছে তিনটি কালারে পোকো ইয়োলো, কুল