
ক.বি.ডেস্ক: স্যামসাং বাংলাদেশ নিয়ে এলো গ্যালাক্সি এম সিরিজের ‘গ্যালাক্সি এম১২’ এবং ‘গ্যালাক্সি এম৬২’ স্মার্টফোন। ডিভাইসগুলোতে রয়েছে শক্তিশালী ব্যাটারি এবং উদ্ভাবনী কোয়াড ক্যামেরা। স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে এ দুটি রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড এ তিনটি রঙে ১৮,৪৯৯ টাকায়