
গ্লোবাল টেকনোলজি জায়ান্ট শাওমি বাংলাদেশের বাজারে ‘রেডমি ৯’ স্মার্টফোনের নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। স্মার্টফোনটি পূর্বে আনা রেডমি স্মার্টফোনগুলো থেকে উন্নত ও কিছুটা বড়, এতে আছে এআই কোয়াড ক্যামেরা সেটআপ, ৬.৫৩ ইঞ্চি ফুলএইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, শক্তিশালী চিপসেট এবং দারুণ ডিজাইন। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমরা রেডমি