![](https://computerbichitra.com/wp-content/uploads/2020/12/01-18-580x428.png)
অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) শেষ হল `আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০)’। অনুষ্ঠানে বিডিজেএসও চূড়ান্ত পর্বের বিজয়ীদের জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে বিডিজেএসও ক্যাম্পে অংশ নেয়া ১০০ জন শিক্ষার্থী থেকে ছয়জন চুড়ান্ত বিজয়ী এবং চারজন অনারেবল মেনশন পাওয়া