
সম্প্রতি, বেজেল বিহীন আকর্ষণীয় ডিজাইন ও আইপিএস প্যানেলে দেশের বাজারে ২২ ইঞ্চি ফ্ল্যাট এন্ট্রি-লেভেল গেমিং মনিটর উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। গেমার ও কমপিউটার ব্যবহারকারীদের জন্য স্যামসাংয়ের এলএস২২আর৩৫০ মডেলের মনিটিরটি সর্বোচ্চ ব্যবহার উপযোগী। মনিটরটির বাজার মূল্য ১০,৫০০ টাকা। ডুয়াল মনিটর সেটআপে স্ক্রিনের তিন দিকেই বেজেল বিহীন ডিজাইন, সঙ্গে ওয়াই আকৃতির স্ট্যান্ড