
বিশ্বখ্যাত মার্কিন জায়ান্ট প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল নতুন সংস্করণের আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। অ্যাপল এসই ২০২০ মডেলের নতুন একটি আইফোন আনছে। আইফোন এসই ২০২০ মডেলে ওয়্যারলেস চার্জিং, আরও উন্নত ক্যামেরা, পানিনিরোধী সব সুবিধা যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে কোনো হেডফোন জ্যাক রাখা হয়নি। আইফোন এসই ২০২০ মডেলে রয়েছে এ১৩ বায়োনিক প্রসেসর। ৪.৭ ইঞ্চি স্ক্রিন,