সাম্প্রতিক সংবাদ

৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই সামিট’

ক.বি.ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা তৈরি, সরকারি-বেসরকারি-একাডেমিক অংশীদারিত্ব জোরদার করা, দক্ষ পেশাজীবীদের একটি বৃহৎ পুল তৈরি এবং একটি জাতীয় এআই নীতি গঠনে কার্যকরী দিকনির্দেশনা প্রদান করার লক্ষে ৮ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ এআই সামিট’।

‘বাংলাদেশ এআই সামিট’-এ সিটি ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং, এডুকেশন, এগ্রিকালচার, ফিনটেক এবং হেলথকেয়ার এই ৬টি খাতে ৬টি উদ্ভাবনী এআই সমাধানকে সম্মাননা প্রদান করা হবে। এআই-চালিত প্রযুক্তি তৈরি করার উদ্দেশ্য নিয়ে গত ১০ মার্চ এআই হ্যাকাথনের যাত্রা হয়। ৬ ও ৭ মে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা মেন্টরশিপ গ্রহণ করে এবং চূড়ান্ত প্রদর্শনীতে তাদের সমাধান উপস্থাপন করে। জুরি বোর্ডের মূল্যায়নের মাধ্যমে বিজয়ী দলগুলো নির্বাচন করা হবে। ৬টি খাতের প্রতিটি বিজয়ী দলকে ১ লক্ষ টাকার সম্মাননা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে এবং ব্র্যাক বিজনেস স্কুলের সহযোগিতায় অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ এআই সামিট’- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী। সামিটের পৃষ্ঠপোষক আকিজ রিসোর্স ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। সামিটটি বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ।

এবারের আয়োজনে এই খাতের বিশেষজ্ঞরা এআই প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন এবং এআই প্রযুক্তির জোরালো সম্ভাবনা নিয়ে পারস্পরিক ও এককভাবে আলোচনা করবেন। পাশাপাশি বিভিন্ন খাতের মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশে এআই ট্যালেন্ট তৈরির একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার সম্ভাব্য সুযোগ নিয়েও আলোচনা করা হবে। সামিটে ৪টি কি-নোট সেশন, ২টি প্যানেল আলোচনা, ৫টি ইনসাইট সেশন, ২টি কেস স্টাডি এবং ১টি ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠিত হবে। পাশাপাশি ৫টি ব্রেকআউট সেশনে বিশেষজ্ঞরা শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ফিনটেক ও শিল্পখাতে এআই অন্তর্ভুক্তি বিষয়ক আলোচনা করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *