উদ্যোগ

৬০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ দিলো বাক্কো

ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে ‘ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা: টেকসই প্রবৃদ্ধি গড়ে তোলা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র প্রদান করা হয়। এবারে ৩টি ব্যাচ থেকে সনদপত্র লাভ করেছে মোট ৬০ জন ফ্রিল্যান্সার। এ বছরেই প্রথম চট্টগ্রামে একটি ব্যাচে ২০ জন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তা হবার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

গতকাল রবিবার (২৩ মার্চ) রাজধানীস্থ এক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিপিসি’র পরিচালক তরফদার সোহেল রহমান। বক্তব্য রাখেন বক্তব্য বাক্কো’র সহসভাপতি মো. তানজিরুল বাসার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিপিসি’র সহকারী পরিচালক মো. ফয়সাল খান, প্রশিক্ষক মো. মনজের হোসাইন, এমরাজিনা টেকনোলজিসের প্রতিষ্ঠাতা এমরাজিনা ইসলাম, ভাইজার এক্স লিমিটেডের সিইও ফয়সাল মোস্তফা, বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে. কর্নেল (অব:) মো. মাহতাবুল হক।

তরফদার সোহেল রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি শিল্পে ফ্রিল্যান্সাররা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারলে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি রপ্তানি আয় বৃদ্ধি পাবে। যারা সফলতার সঙ্গে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বিপিসি বরাবরের মতোই ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে পাশে থাকবে।”

মো. তানজিরুল বাসার বলেন, “বিপিও শিল্পের সম্ভাবনা দিন দিন বাড়ছে এবং এ খাতে অভিজ্ঞ ও দক্ষ পেশাদারদের চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী ডিজিটাল সেবার প্রসারের কারণে বাংলাদেশে বিপিও শিল্পের বিকাশের এক অপার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা চাই, তরুণরা শুধু ফ্রিল্যান্সিং-এর মধ্যে সীমাবদ্ধ না থেকে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুক, যাতে তারা শুধু নিজের জন্যই নয়, বরং আরও অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।”

মো. মুসনাদ-ই-আহমদ বলেন, “আমি নিজেও আমার ক্যারিয়ার শুরু করেছিলাম একজন ফ্রিল্যান্সার হিসেবে। তখন এতো প্রশিক্ষণের সুযোগ ছিল না, শিখতে হতো বিভিন্ন চ্যালেঞ্জের মধ্য দিয়ে। নতুন প্রজন্মের জন্য বাক্কোর এই প্রশিক্ষণটি একটি সুবর্ণ সুযোগ। আমি বিশ্বাস করি, এই কর্মশালায় অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারীদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে”।

আইসিটি শিল্পের উন্নয়নের লক্ষ্যে দেশের ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে সর্বপ্রথম ২০২২ সালে “ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্যোগ নেয় বাক্কো। এ উদ্যোগে সহযোগিতা করে বিপিসি। এই কর্মশালার লক্ষ্য শুধুমাত্র ফ্রিল্যান্সারদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি করা নয়, বরং তাদেরকে দীর্ঘমেয়াদে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। ২০২২ সাল থেকে এ পর্যন্ত মোট ৩১৬ জন প্রশিক্ষণার্থী সফলভাবে এই কর্মশালায় অংশগ্রহণ করে সনদপ্রাপ্ত হয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *