৩.৩৪ টিবিপিএস ব্যবহারের মাইলফলক অর্জন করলো বিএসসিপিএলসি

ক.বি.ডেস্ক: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) প্রথমবারের মতো আন্তর্জাতিক ব্যান্ডউইডথ পরিবহনে ৩.০০ টেরাবিট পার সেকেন্ড (টিবিপিএস) অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ৩.৩৪ টিবিপিএস ব্যান্ডউইডথ পরিবহন করেছে, যা চলতি মাসের শেষে ৩.৪৬ টিবিপিএসে উন্নীত হবে বলে জানা গেছে। সঠিক নীতি ও কার্যকর ব্যবস্থাপনায় রাষ্ট্রায়ত্ত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যে উল্লেখযোগ্য অর্জন করতে পারে- বিএসসিএল তার বাস্তব উদাহরণ।
গত আট মাসে ব্যবহৃত ব্যান্ডউইডথ ১.১০ টিবিপিএস পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। একসময় ব্যবহৃত না হওয়া ক্যাপাসিটি পড়ে থাকলেও, সাম্প্রতিক নীতিগত সমর্থন, বাজারমুখী মূল্যছাড় এবং ব্যবস্থাপনা কাঠামোর কার্যকর উদ্যোগে এই অগ্রগতি সম্ভব হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠানটির ৬৫ শতাংশের বেশি ব্যান্ডউইডথ ক্যাপাসিটি অব্যবহৃত ছিল।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সাম্প্রতিক নির্দেশনায় সব আইআইজি অপারেটরদের কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে বিএসসিপিএলসি’র শেয়ার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাচ্ছে।
সম্প্রতি বিটিআরসি লাইসেন্সিং গাইডলাইন সংশোধনের মাধ্যমে সকল আইআইজি অপারেটদের তাদের ব্যবহৃত ব্যান্ডউইডথ এর কমপক্ষে ৫০ শতাংশ সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে।
বিএসসিপিএলসি এখন বিবেচনা করছে, যারা ৫০ শতাংশের বেশি সাবমেরিন ব্যান্ডউইডথ ব্যবহার করছে, তাদের জন্য অতিরিক্ত মূল্যছাড়ের সুবিধা চালু করার। এ ছাড়া হাইপারস্কেলার, ক্লাউড এবং ডেটা সেন্টার অপারেটরদের জন্য ভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ চালুর পরিকল্পনাও রয়েছে, যা নিয়মিত ডিস্কাউন্টেড বাল্ক প্যাকেজের বাইরে আলাদাভাবে কার্যকর হবে।
বিএসসিপিএলসি মনে করে, দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হলে সেবার মান, গতি এবং ইন্টারনেটের গ্লোবাল স্ট্যান্ডার্ড পূরণে বড় অগ্রগতি অর্জন সম্ভব হবে। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ এবং কর্মীরা রাজস্ব বাড়ানো ও ইন্টারনেটের মানোন্নয়নে সর্বদা সচেষ্ট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।