২৮ ডিসেম্বর ইসিএস’র কার্যনির্বাহী পরিষদ এর নির্বাচন
ক.বি.ডেস্ক: আগামী ২৮ ডিসেম্বর ঢাকার এলিফ্যান্ট রোডের আইসিটি খাতের ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর ২০২৫-২০২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২৭ নভেম্বর) ইসিএস’র প্রধান কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে ২০২৫-২০২৬ মেয়াদকালের ইসি নির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষনা করেন নির্বাচন বোর্ডের সদস্য মোহাম্মদ শহিদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলি শামিম, নির্বাচন বোর্ডের সদস্য এম এস ওয়ালীউল্লাহ, অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন এবং অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও শেখ মো. নজরুল ইসলাম।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ইসিএস’র বর্তমান সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক শেখ মাঈনউদ্দিন মজুমদার সোহাগ, সাবেক সভাপতি মো. আমির হোসেন, ইসিএস কমপিউটার সিটি সেন্টারের মহাসচিব নজরুল ইসলাম হাজারি, মাল্টি মিডিয়া কিংডমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ জুয়েল, ইসিএস’র বর্তমান সমাজ কল্যাণ ও সাংস্কৃুতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন সহ বর্তমান ইসিবৃন্দ এবং আইসিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং ইসিএস’র সদস্যবৃন্দ।
নির্বাচনী তফসিল
নির্বাচনী তফসিল অনুয়ায়ি প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ ২৮ নভেম্বর বৃহস্পতিবার। প্রাথমিক ভোটার তালিকার ওপর কোন আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর শনিবার। প্রাথমিক ভোটার তালিকার ওপর কোন আপত্তি থাকলে তার ওপর শুনানী এবং নিষ্পত্তির শেষ সময় ১ ডিসেম্বর রবিবার, বেলা ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর রবিবার, সন্ধ্যা ৭টার পর।
নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র আহবান ২ ডিসেম্বর (সোমবার) থেকে ৪ ডিসেম্বর (বুধবার), বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ৫ ডিসেম্বর বৃহস্পতিবার, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই ৬ ডিসেম্বর শুক্রবার। বৈধ মনোনয়নপত্র জমাদানকরীদের তালিকা প্রকাশ ৬ ডিসেম্বর শুক্রবার। মনোনয়নপত্র বাতিলের কোন অভিযোগ থাকলে লিখিতভাবে তা জমাদানের শেষ সময় ৮ ডিসেম্বর রবিবার, সন্ধ্য ৬টা পর্যন্ত।
নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র মূল্য তালিকা
সভাপতি পদ ৫০ হাজার টাকা, সহসভাপতি পদ ৪০ হাজার টাকা, সাধারণ সম্পাদক ৪০ হাজার টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক ৩০ হাজার টাকা, কোষাধ্যক্ষ ৩০ হাজার টাকা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ২৫ হাজার টাকা, প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক ২৫ হাজার টাকা এবং ৩টি নির্বাহী সদস্য পদে ২৫ হাজার টাকা করে।
মনোনয়নপত্র বাতিলের কোন অভিযোগ থাকলে তার ওপর শুনানী এবং নিষ্পত্তি ১০ ডিসেম্বর মঙ্গলবার। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর বুধবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর শুক্রবার, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর শুক্রবার।
প্রার্থী পরিচিতি সভা ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার, বিকাল ৩.৩০ থেকে শুরু। নির্বাচনি প্রচারণার শেষ সময় ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, রাত ১২টা পর্যন্ত। ১৯ ডিসেম্বর সোমবার, রাত ১২টা পর্যন্ত। নির্বাচন (ভোট প্রদান) ২৮ ডিসেম্বর শনিবার, বিরতিহীনভাবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গননা ২৮ ডিসেম্বর শনিবার ৫টার পর। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা ২৮ ডিসেম্বর শনিবার।
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১ ডিসেম্বর; চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর; প্রার্থী পরিচিতি সভা ১৯ ডিসেম্বর; নির্বাচন (ভোট প্রদান) ২৮ ডিসেম্বর এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা ২৯ ডিসেম্বর
নির্বাচনের ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে লিখিতভাবে তা দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর রবিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। নির্বাচিত ফলাফল বিষয়ে কোন আপত্তি থাকলে তার ওপর শুনানী, নিষ্পত্তি এবং চূড়ান্ত ফলাফল ঘোষনা ২৯ ডিসেম্বর রবিবার, বেলা ২টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত।
ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন কমপিউটার পয়েন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলি শামিম এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন মাইক্রোওয়ে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান ও বারি কমপিউটারের স্বত্তাধিকারি এম এস ওয়ালীউল্লাহ।
ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান হলেন ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন এবং অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় হলেন ইপসিলন সিস্টেম অ্যান্ড সলিউশন লিমিটেডের স্বত্তাধিকারী গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও কমপিউটার ভিস্তার স্বত্তাধিকারী শেখ মো. নজরুল ইসলাম।