২৭ জুন অনুষ্ঠিত হচ্ছে ‘বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০’
ক.বি.ডেস্ক: আগামী ২৭ জুন রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি খাতে দেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ‘বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০’। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ( বেসিস ) ও দারাজ বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং দারাজ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ মোস্তাহিদল হক।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, আইসিটি খাতের দেশসেরা উদ্ভাবনী এবং সম্ভাবনাময় আইসিটি প্রকল্পগুলোকে বাছাই করে তাদের উতসাহ প্রদান করার লক্ষ্যে আমরা বেসিস আইসিটি অ্যাওয়ার্ড প্রদান করি। এ বছর দারাজ বাংলাদেশ লিমিটেড আমাদের সঙ্গে রয়েছে।
দারাজ এ বছর বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ এর গোল্ড স্পন্সর হিসেবে থাকছে। বেসিস আইসিটি অ্যাওয়ার্ড ২০২০ আগামী রবিবার (২৭ জুন) দেশের বেসরকারী টেলিভিশন আরটিভিতে বিকেল ৪ টায় প্রচারিত হবে।