২৭তম আইআরও: অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
ক.বি.ডেস্ক: অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ১৭ থেকে ২১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৭তম ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড’ (আইআরও)- এ বাংলাদেশ দল অংশগ্রহণ করছে। ২০১৮ সাল থেকে বাংলাদেশ ‘আইআরও’ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিগত সাত বছরে বাংলাদেশ দল ১৪টি গোল্ড মেডেলসহ ৭৩টি পদক অর্জন করেছে। ‘আইআরও’ প্রতিযোগিতায় এবার ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
২৭তম আইআরও: বাংলাদেশ দলের সদস্যরা হলেন
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জুবাইদাহ জাফরিন ও নাফিয়া বাসার সুহানী; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মোহাম্মদ জারিফ বিন সালেক, খোন্দকার মুশফিকুল ইসলাম ও মোহাম্মদ মাশরুর আরেফিন ভূঞাঁ; ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন তানিশা; উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন ওয়ারা; স্কলাস্টিকা স্কুলের প্রিয়ন্তী দাস; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রিদোয়ান রাব্বানী এবং আনন্দ মোহন কলেজের মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু।
বাংলাদেশ দলের কোচ হলেন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (বিআরও)-এর কোচ মিশাল ইসলাম ও সহকারী কোচ হলেন এম তানজিম আল ইসলাম দিবস। দলনেতা হলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর সভাপতি এ এ মুনির হাসান। আইআরও’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. লাফিফা জামাল।
উল্লেখ্য, বিডিওএসএন চলতি বছর ২৯ থেকে ৩০ আগস্ট অনলাইন বাছাই পর্ব এবং ১২ থেকে ১৩ সেপ্টেম্বর আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ প্রতিযোগিতার জাতীয় পর্বের আয়োজন করে। জাতীয় পর্বের ক্রিয়েটিভ মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরির বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্যতা পারফরম্যান্সের বিভিন্ন মানদণ্ডে বিশ্লেষণ করে আইআরও-এর জন্য বাংলাদেশ দল নির্বাচন করা হয়।





