সাম্প্রতিক সংবাদ

২৬ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫’

ক.বি.ডেস্ক: আগামী ২৬ ফেব্রুয়ারী শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত করপোরেট কোম্পানী, প্রতিষ্ঠান, এমএফআই সংস্থা এবং আইসিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহনে দিনব্যাপী ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫‘ শিরোনামে একটি সাইবার ড্র্রিল অনুষ্ঠিত হবে। এই সাইবার ড্রিলের প্রধান লক্ষ্য সাইবার আক্রমনের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করা।

আজ বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ‘প্রি-সাইবার ড্রিল সম্মেলন-২০২৫’ এ আয়োজকরা এ তথ্য জানিয়েছে। এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের উদ্যোগে এবং বাংলাদেশ কমপিউটার সোসাইটি ও আইসিটি বিভাগের বিজিডি ই-গভ সার্টের সিটিএফ প্ল্যাটফর্সের কারিগরি সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ‘১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫’ এর প্রস্তুতি হিসাবে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আনোয়ারুল আলম, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বেসিস অ্যাসোসিয়েট কমিটির চেয়ারম্যান রাফেল কবির, বেসিস অ্যাসোসিয়েট কমিটির সদস্য (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা ও বাংলাদেশ কমপিউটার সোসাইটির সহ-সভাপতি (একাডেমিক) জয়নাল আবেদিন।

সভাপতিত্ব করেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) মাহবুবুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন এজিএস কোয়ালিটি অ্যাকশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসান হাবিব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাইবার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশের সকল করপোরেট প্রতিষ্ঠান, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এমএফএস, সরকারী দপ্তর-সংস্থা এবং আইটি সেবা প্রদানকারীসহ সকল প্রতিষ্ঠানকে সাইবার আক্রমনের আগাম প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধি করাসহ নিয়মিত সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং করা জরুরী।

অনুষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্যানেলিস্ট ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো. কামরুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (আইসিটি) ফাহাদ জামান চৌধুরী, বাংলাদেশ কমপিউটার সোসাইটির সাধারণ সম্পাদক আলিন ববি ও সদস্য জি এম ফারুক আহমেদ।

১ম এজাইল সাইবার ড্রিল-২০২৫
বাংলাদেশ কমপিউটার সোসাইটির সদস্য ও আওতাভূক্ত ১৫০ জন প্রশিক্ষিত সাইবার সিকিউরিটি প্রকৌশলী বিভিন্ন ধাপে এজাইল সাইবার ড্রিল-২০২৫ এ অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোকে কারিগরী সহযোগীতা প্রদান করবে। সাইবার ড্রিলে অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর সাইবার আক্রমন প্রতিরোধ সংক্রান্ত দক্ষতা ও সক্ষমতা ওপর ভিত্তি করে কারিগরী মূল্যায়ন পূর্বক আগামী ৯ মার্চ আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সন্মাননা প্রদান করা হবে। এ ছাড়াও অংশগ্রহনকারী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সাইবার সুরক্ষা নিরুপন কল্পে সম্পূর্ন বিনা মুল্যে সাইবার ড্রিলের অংশ হিসেবে মাসব্যাপী সাইবার সিকিউরিটি পেনেট্রেশন টেস্টিং সেবা প্রদান করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *