সাম্প্রতিক সংবাদ

২০২৫ সালের ১ এপ্রিল থেকে নিষিদ্ধ হচ্ছে সিঙ্গেল-ব্যান্ড রাউটার

ক.বি.ডেস্ক: ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক ডিভাইস ওয়াই-ফাই রাউটার। দেশের বাজারে বর্তমানে সিঙ্গেল, ডুয়াল এবং ট্রাই-ব্যান্ডের বিভিন্ন মডেলের রাউটার পাওয়া গেলেও, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে সিঙ্গেল-ব্যান্ড রাউটার সম্পূর্ণরূপে নিষিদ্ধ হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ডুয়াল বা ট্রাই-ব্যান্ড সমর্থনকারী রাউটারই বাংলাদেশে আমদানি এবং উৎপাদন করা যাবে। এসব রাউটারে বাধ্যতামূলকভাবে ২.৪ থেকে ২.৪৮৩ গিগাহার্টজ এবং ৫.৭২৫ থেকে ৫.৮৭৫ গিগাহার্টজ উভয় ব্যান্ডের সমর্থন থাকতে হবে। যে রাউটারে এর মধ্যে কোনো একটি ব্যান্ডের সমর্থন থাকবে না, তা বাজারজাত করা যাবে না।

এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো- নিম্নমানের রাউটার আমদানি ও উৎপাদন বন্ধ করা। ইন্টারনেটের গতি এবং মান উন্নত করা। উচ্চ গতির ডেটা ট্রান্সফারের সুবিধা নিশ্চিত করা।

এ পদক্ষেপের ফলে গ্রাহকরা উন্নতমানের ইন্টারনেট সেবার অভিজ্ঞতা পাবেন। একইসঙ্গে প্রযুক্তিগত মান উন্নয়নের মাধ্যমে দেশের ডিজিটাল পরিকাঠামো আরও শক্তিশালী হবে। নতুন এই বিধি কার্যকর হওয়ার পর শুধুমাত্র উন্নত প্রযুক্তির রাউটার ব্যবহার নিশ্চিত হবে, যা দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য একটি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *