মোবাইল স্মার্টফোন

১ বার পূর্ণ চার্জে দুই দিন ব্যবহার নিশ্চিতে এলো রিয়েলমি নোট ৭০

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবার এন্ট্রি-লেভেলের সাশ্রয়ী অথচ পাওয়ারহাউজ স্মার্টফোন নোট ৭০ নিয়ে এসেছে। এর ৬৩০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিচ্ছে মাত্র ১ বার পূর্ণ চার্জে ২ দিন পর্যন্ত ব্যবহারের সুবিধা। নতুন এই স্মার্টফোনটির সুবিশাল ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াট চার্জিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে, যেন সারাদিন ফোন চার্জের বিষয়ে ব্যবহারকারীদের নিশ্চিন্ত রাখা যায়।

রিয়েলমি নোট ৭০
স্মার্টফোনটিতে মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আইপি৫৪ ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিজট্যান্স ব্যবহার করা হয়েছে। শক্তিশালী ব্যাটারির পাশাপাশি, মাত্র ২০১ গ্রাম ওজনের হালকা ডিভাইসটি ৭.৯৪ মিলিমিটারের আলট্রা-স্লিম ডিজাইনে নিয়ে আসা হয়েছে। এতে ইউনিসক টি৭২৫০ অক্টাকোর চিপসেট এবং ৬.৭৪ ইঞ্চি ডিসপ্লে রয়েছে।

রয়েছে ১৩ মেগপিক্সেলের এআই রেয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে ব্যবহার করা হয়েছে পালস লাইট ফিচার। এতে ৩০০% আলট্রা ভলিউম ব্যবহার করা হয়েছে। চোখের প্রশান্তি নিশ্চিতে নিয়ে আসা হয়েছে ৯০ হার্টজ আই কমফোর্ট ডিসপ্লে। এতে এআই নয়েজ রিডাকশন ২.০, এআই ক্লিয়ার ফেস, এআই ইমেজিং ম্যাটিং ও এআই ইরেজারের মতো সর্বাধুনিক এআই ফিচার যুক্ত করা হয়েছে।

ডিভাইসটি দুইটি ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে- ৪ জিবি ও ৬৪ জিবি এর মূল্য ১১,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৪ জিবি ও ১২৮ জিবি এর মূল্য ১২,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। স্মার্টফোনটি এখন সারাদেশে পাওয়া যাচ্ছে। বিস্তারিত: www.realme.com/bd অথবা https://www.facebook.com/realmeBD/ ভিজিট করুন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *