উদ্যোগ

১ টাকায় বাইক জেতার সুযোগ দিচ্ছে রিভো

ক.বি.ডেস্ক: রমজান উপলক্ষ্যে ১ টাকায় বাইক জেতার সুযোগসহ বিভিন্ন অফার দিচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। ‘১ টাকা মিরাক্যাল মোমেন্টস’ অফারটি চলবে ঈদ-উল-ফিতর পর্যন্ত। যেকোনো একটি রিভো ইলেকট্রিক বাইক কিনলে তিনটি স্ক্র্যাচ কার্ড পাবেন ক্রেতা। যেখানে ১ টাকায় রিভো এ১০ বাইক জেতার সুযোগ পেতে পারেন গ্রাহক। রয়েছে ১০ হাজার টাকা ক্যাশব্যাক অথবা স্মার্টওয়াচ, টিডব্লিউএস এয়ারবার্ডসসহ আরও অনেক পুরস্কার জেতার সুযোগ।

এ ছাড়াও রিভো বাইক কিনতে কোনো বন্ধু-স্বজনকে রেফার করলে রেফারকারী ব্যক্তিও একটি স্ক্র্যাচ কার্ড পাবেন। যেখানে তিনি ৫০০০ টাকার স্বপ্নের গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন। শোরুম পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও বিশেষ আর্কষণ রেখেছে রিভো। রিভো যেকোনো শোরুম পরিদর্শন করে রিভোর ইনস্ট্রাগ্রাম, টিকটক ও ইউটিউবে লাইক ও ফলো দিয়ে আকর্ষণীয় পুরস্কার পেতে পারেন পরিদর্শনকারী ব্যক্তি। বিস্তারিত: www.revoo.com.bd

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *