উদ্যোগ

১৮-২৪ নভেম্বর ‘গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪’

ক.বি.ডেস্ক: ‘বাধা দূর করুন এবং সবাইকে স্বাগত জানান’ স্লোগানে বাংলাদেশে আগামী ১৮-২৪ নভেম্বর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ডিপার্টমেন্ট অব ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপেনিউরশীপের আয়োজনে উদযাপিত হতে যাচ্ছে “গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪”। এ বছর এই আয়োজনটি বিশ্বের ২০০টি দেশ জুড়ে উদযাপিত হবে, যেখানে ৪০,০০০ এর বেশি ইভেন্ট এবং দশ মিলিয়ন মানুষ এই উদযাপনে অংশ নেবে।

বাংলাদেশে, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ নেটওয়াক-বাংলাদেশ (জিইএন বাংলাদেশ) ৫০টিরও বেশি অংশীদার সংস্থার সঙ্গে ৫০০টির বেশি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবকদের প্রভাবিত করবে।

আজ রবিবার (১০ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জিইএন বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর এবং ডিআইইউ’র ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকত হোসেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন্স এন্ট্রাপ্রিনিউিরস’র সভাপতি ড. রুবিনা হোসেন, বাংলাদেশ স্কিল ডেভেলাপমেন্ট ইন্সটিটিউট’র নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন এবং ডিআইইউ’র ইনোভেশন অ্যান্ড এন্ট্রাপেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।

জিইএন বাংলাদেশ সকল নতুন ও বর্তমান উদ্যোক্তাদের জন্য ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতিকে শক্তিশালী করে। জিইএন বাংলাদেশ এবং ডিআইইউ এই বছরের গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক উদযাপনের জাতীয় হোস্ট হিসাবে প্রতিটি উদ্যোক্তাকে তাদের পথে শক্তিশালী করতে প্রতিজ্ঞাবদ্ধ। জিইএন বাংলাদেশ

জিইএন ক্যাম্পাস ঢাকা এবং নলেজভেল এর সহযোগিতায়, উদ্যোক্তা পরিবেশকে শক্তিশালী করতে কাজ করছে। জিইএন বাংলাদেশ নতুন ও প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের জন্য রিসোর্স, পরামর্শ এবং প্রশিক্ষণ প্রদান করে তাদের সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করে থাকে যা উদ্ভাবন, কর্মসংস্থান এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক-২০২৪- এর সহযোগী অংশীদার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)। সহযোগিতায় বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এবং জিইএন গ্লোবাল লিডারশিপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *