সাম্প্রতিক সংবাদ

১৮-২০ সেপ্টেম্বর নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য নিয়ে ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী

ক.বি.ডেস্ক: নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে ঢাকায় তিন দিনব্যাপী (১৮-২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০২৫’। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে আই-স্টেশন লিমিটেড, বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস) এবং দুবাইয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান জিপিই এক্সপো (এফজেডই)।

এবারের প্রদর্শনীতে দেশ-বিদেশের নিরাপত্তা পণ্য নির্মাতা ও আমদানিকারক প্রতিষ্ঠানের পাশাপাশি সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন। ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০২৫’-এর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদর্শনীতে নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক প্রযুক্তিপণ্য প্রদর্শনের পাশাপাশি একাধিক বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন আয়োজন করা হবে। ফলে আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে দেশি নিরাপত্তা ও সুরক্ষা পণ্য নির্মাতা প্রতিষ্ঠান, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীরা সরাসরি আলোচনা করতে পারবেন। ফলে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তাপ্রযুক্তি শিল্পের সংযোগ তৈরি হবে।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘সময়ের পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং নগরায়ণ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের নিরাপত্তাব্যবস্থা আধুনিক করা সময়ের দাবি। এ্ই আয়োজনের মাধ্যমে দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা চাহিদার সঙ্গে আন্তর্জাতিক উদ্ভাবন ও সমাধানকে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়া হয়েছে। এ্ই আয়োজনে দেশ-বিদেশের নিরাপত্তা ও সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেবেন। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যতের দিক-নির্দেশনা দেয়ার জন্য সময়োপযোগী পদক্ষেপ। আশা করি, এই আয়োজন বাংলাদেশের নিরাপত্তা ও সুরক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।’

আই-স্টেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন সাহা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রতিনিয়তই প্রযুক্তি বদলাচ্ছে। একই সঙ্গে বদলাচ্ছে নিরাপত্তা সুরক্ষা প্রযুক্তির ধরনও। তাই দেশের মানুষের সম্পদ ও তথ্যের নিরাপত্তার ঝুঁকি বাড়ছে। বর্তমান বিশ্বে প্রযুক্তিগত নিরাপত্তা হুমকির পটভূমিতে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা আগের যেকোনও সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো বৈশ্বিক প্রযুক্তিকে স্থানীয় বাস্তবতায় প্রয়োগের সুযোগ করে দেবে।

দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী, আমদানিকারক, সফটওয়্যার ও সাইবার নিরাপত্তা খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আন্তর্জাতিক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার লক্ষ নিয়ে ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ২০২৫’ আয়োজন করা হচ্ছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক উদ্ভাবনের সঙ্গে দেশীয় নিরাপত্তা প্রযুক্তি শিল্পের স্মার্ট সংযোগ তৈরি হবে। সেই সঙ্গে দেশের নিরাপত্তা ও সুরক্ষা পণ্যের তরুণ উদ্যোক্তাদের ব্যবসার সুযোগ তৈরি হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *