উদ্যোগ

১৩ জুলাই অনুষ্ঠিত হচ্ছে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”

ক.বি.ডেস্ক: আগামীকাল ১৩ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় চট্টগ্রামের জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত হবে ‘ফস্টারিং বিপিও ইন্ডাস্ট্রি টু অ্যাচিভ স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক পলিসি ডায়লগ সেশন। বিকাল ৩ টায় “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”-এর মূল অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমী, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের পাশাপাশি ক্যারিয়ার কাউন্সেলিং সেশন, সিভি সংগ্রহ এবং চাকুরি মেলা চলবে। আর চট্টগ্রামের আয়োজনের মধ্য দিয়েই ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৩’-এর বিভাগীয় পর্যায়ের ইতি টানা হবে। বিপিও সামিটে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করুন: bposummit.org.bd/register

আজ বুধবার (১২ জুলাই) সকাল ১১ টায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে ‘সম্ভাবনাময় কর্মক্ষেত্রের নতুন দিগন্ত’ শিরোনামে এক দক্ষতা উন্নয়নভিত্তিক সেমিনারের আয়োজনের মধ্য দিয়ে যাত্রা করেছে “বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ)”- এর দুই দিনব্যাপী উদযাপন।

বিভাগীয় বিপিও সামিট ২০২৩ (চট্টগ্রাম বিভাগ) – এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পলিসি ডায়লগ সেশনে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিপিও শিল্পের কর্তাব্যক্তিসহ বিভাগীয় পর্যায়ের সরকারি প্রতিনিধিগণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

পঞ্চমবারের মত বাক্কো’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিপিও সামিট। এবারই প্রথমবারের মত এ আয়োজন হচ্ছে বিভাগীয় পর্যায়ে। সাতটি বিভাগে পর্যায়ক্রমে “বিভাগীয় বিপিও সামিট” উদযাপনের পর চূড়ান্তভাবে ঢাকায় আয়োজিত হবে “কেন্দ্রীয় বিপিও সামিট”। বাক্কো এর উদ্যোগে এবং আইসিটি অধিদপ্তর ও বিজনেস প্রোমোশন কাউন্সিল এর সার্বিক সহযোগিতায় দেশজুড়ে পালিত হচ্ছে “বিপিও সামিট বাংলাদেশ ২০২৩”।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *