উদ্যোগ সাম্প্রতিক সংবাদ

১২ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘এ আই অলিম্পিয়াড ২০২৫’

ক.বি.ডেস্ক: বাংলাদেশ এখন চতুর্থ শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের দক্ষতা বাড়ানো, ভবিষ্যৎ এআই নেতৃত্ব গড়ে তোলা, এআই শিক্ষার ঘাটতি পূরন করা, নতুন এআই ভিত্তিক উদ্ভাবন উৎসাহিত করা এবং বিশ্ব এআই প্রতিযোগিতায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দেশে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে ‘এ আই অলিম্পিয়াড ২০২৫’।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট (দীপ্তি)-এর যৌথ উদ্যোগে আগামী ১২ এপ্রিল ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হবে ‘এ আই অলিম্পিয়াড ২০২৫’। অলিম্পিয়াডের নিবন্ধন শুরু হবে ২০ ফ্রেবুয়ারি থেকে এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। অ্যাসেসমেন্ট চলবে ১৬ থেকে ২৫ মার্চ পর্যন্ত এবং গ্র্যান্ড ফিনালে হবে ১২ এপ্রিল।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘এ আই অলিম্পিয়াড ২০২৫’ এর বিস্তারিত তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ডিআইইউ’র বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী, দীপ্তি’র নির্বাহী পরিচালক ও অলিম্পিয়াডের আহ্বায়ক রথীন্দ্রনাথ দাস। সভাপতিত্ব করেন ডিআইইউ’র প্রক্টর অধ্যাপক ড. শেখ মো. আল্ল্যাইয়ার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হবে- প্রাথমিক স্তর: স্কুল শিক্ষার্থীরা যারা এআই সম্পর্কে জানতে চায়; মাধ্যমিক স্তর: এইচএসসি এবং ডিপ্লোমা শিক্ষার্থীরা যারা এআই সম্পর্কে মৌলিক জ্ঞান রাখে এবং উচ্চতর স্তর: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গবেষক এবং পেশাদাররা যারা এআই-তে বিশেষজ্ঞ হতে চায়।

এআই অলিম্পিয়াড হবে একটি সর্বজনীন প্রতিযোগিতা, যেখানে থাকবে- প্রজেক্ট উপস্থাপনা যেখানে এআই ভিত্তিক সমাধান প্রদর্শন করা হবে। থাকবে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা যেখানে এআই শিল্প নেতারা অংশগ্রহণ করবেন এবং আরও থাকবে প্রশিক্ষণ কর্মশালা যা এআই এর সর্বশেষ প্রযুক্তি শেখাবে। এ ছাড়া সেরা এআই উদ্ভাবকদের জন্য থাকবে পুরস্কার ও স্কলারশিপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *