হিকভিশনের ৫টি নতুন পণ্য উন্মোচন করে ডিজি-মার্ক
ক.বি.ডেস্ক: বিশ্বখ্যাত নিরাপত্তা নজরদারী সমাধান প্রদানকারী নির্মাতা প্রতিষ্ঠান হিকভিশন’র ৫টি নতুন পণ্য উন্মোচন করে প্রতিষ্ঠানটির বাংলাদেশের জাতীয় পরিবেশক ডিজি-মার্ক সলিউশন। দেশের প্রযুক্তি পণ্যের বাজারে উন্মোচন করা হয় হিকভিশন’র অ্যাকসেস কন্ট্রোল সলিউশন, ভিডিও ইন্টারকম, এন্টারেন্স কন্ট্রোল সলিউশন, পার্কিং সলিউশন এবং সিকিউরিটি ইন্সপেকশন।
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকার একটি হোটেলে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত “হিকভিশন-ডিজি মার্ক সলিউশন পণ্য উন্মোচন অনুষ্ঠান এবং পার্টনার মিট ২০২৪” এ হিকভিশন’র ৫টি নতুন পণ্য উন্মোচন করেন হিকভিশন’র দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট হুগো হুয়াং, বাংলাদেশের কান্ট্রি ম্যনেজার মারটিন য়ু, ডিজি-মার্ক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাহারিয়ার আলম, পরিচালক ওমর ফারুক রব এবং মহাব্যবস্থাপক শেখ মনজুর হোসেন। সঞ্চালনা করেন সিনিয়র ম্যানেজার আশরাফুল আলম। এ সময় ডিজি-মার্ক সলিউশনের বিভিন্ন পার্টনার এবং ডিলারবৃন্দ উপস্থিত ছিলেন।
চীনের শীর্ষস্থানীয় হিকভিশন নিরাপত্তা নজরদারী সমাধান প্রদানকারী নির্মাতা প্রতিষ্ঠান হলেও অন্যান্য হাই-টেক পণ্য উতপাদন, প্রযুক্তি উদ্ভাবন এবং সেবা প্রদান করছে। যার মধ্যে উল্লেখযোগ্য রোবটিক্স, আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি।
ডিজি-মার্ক সলিউশন সিকিউরিটি অটোমেশন সলিউশন্স এবং ভিডিও সারভেইল্যান্স সলিউশন্সের এর ক্ষেত্রে দেশের বাজারে নতুন মাত্রা যোগ করেছে। প্রতিষ্ঠানটি হিকভিশন’র সিসিটিভি ক্যামেরা, ভিডিও সারভেইলেন্স সলিউশন, অ্যাকসেস কন্ট্রোল অ্যান্ড টাইম অ্যাটেন্ডেন্স, অফিস অ্যান্ড হোম অটোমেশন, মনিটরসহ সকল প্রকার পণ্যের জাতীয় পরিবেশক হিসেবে দেশের বাজারে বাজারজাত করছে।