‘স্লিম’ স্মার্টফোন বিষয়ে পুরাতন ধারণা ভেঙে দেবে অপো ‘এ৫এক্স’
গ্যাজেট নিয়ে প্রযুক্তিপ্রেমীদের ভিন্ন রকমের আবেদন ও উৎসাহ রয়েছে। আর তাই চায়ের দোকান থেকে শুরু করে প্রযুক্তি বিষয়ক আলোচনা-আড্ডা জমে ওঠে গ্যাজেট শপ পর্যন্ত। এসব কথোপকথনের একটি জনপ্রিয় আলোচনা হচ্ছে- পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স। অনেক ক্ষেত্রে দেখা যায়, অধিকাংশ ক্রেতাদের এই ধারণার পক্ষে মত দেন টেক বিষয়ক কিছুটা জানাশোনা থাকা ব্যক্তিরাও। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ খুব শীঘ্রই বাজারে আসবে প্রথাগত এসব ধারণা ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরির জন্যই।
অপো ‘এ৫এক্স’; স্লিমই যখন শক্তিশালী
দেশের স্মার্টফোন বাজারে খুব শিগগিরই উন্মোচিত হতে যাচ্ছে ‘এ৫এক্স’। অপো’র এ-সিরিজ লাইন আপের অভিনব এক ডিভাইস; যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯এমএম পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।
এই স্মার্টফোনটি যেভাবে দৃষ্টিনন্দন গড়ন ও কার্যক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করেছে। সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। রয়েছে ৬০০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষাি উপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মর্ডান ইউজারদের যা কি না কাঙ্খিত চাওয়া।
ডিজাইনে-ই কনফিডেন্স
এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারও মন কাড়বে; যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু। এসব ডিজাইন অপোর আভিজাত্য ও ঐতিহ্যই তুলে ধরে। এ স্মার্টফোনের স্লিম বডি শুধু দেখতেই প্রিমিয়াম মনে হয় না, এটি স্টাইলিশও এবং সহজেই পকেট, পার্স কিংবা হাতের মুঠোয় বন্দি করা যায়।
তাই এ৫এক্স’ শুধু নান্দনিক আবেদন নয়, প্রথাগত ধারণার প্রতি এক ধরনের চ্যালেঞ্জও। কোনও কম্প্রোমাইজ না করেই সেরা প্রযুক্তি অভিজ্ঞতা দিবে এ স্মার্টফোনটি। অপো প্রত্যাশা করে বাজেট-ফ্রেন্ডলি স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বিষয়ে দেশের স্মার্টফোনপ্রেমীরা এবার নতুন করে ভাববে।

পুরনো প্রথাগত ভাবনা ও অপোর ‘এ৫এক্স’
বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। সাধারণ ক্রেতারা স্মার্টফোন কেনার আগে এ বিষয়টি মাথায় রাখেন। তাই বন্ধুদের সঙ্গে কিংবা বিক্রেতার সঙ্গে আলোচনায় কোনও তথ্য প্রমাণ ছাড়াই আরও ভারী ফোন কেনার কথা মাথায় আসে গ্রাহকদের।
অপোর ‘এ৫এক্স’ পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে- আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা যেকোনও একটি বেছে নেবার দরকার নেই বরং আপনারা চাইলে দুটোই একসঙ্গে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।
অভিনব ডিজাইন
প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না বরং সেগুলোকে পুনর্নিমাণ করে। ‘এ৫এক্স’ এর মাধ্যমে অপো আবারও প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনও প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো ‘এ৫এক্স’।
শিগগিরই আসছে বাংলাদেশে, দেশের স্মার্টফোন ল্যান্ডস্কেপে পরিবর্তন আসছে। অপো দেশের মানুষের এই চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অপোর আসন্ন ফোন ‘এ৫এক্স’ শুধুমাত্র একটি নতুন স্মার্টফোনের উন্মোচন নয় বরং পাতলা স্মার্টফোনকে নতুন চোখে দেখার জন্য ব্যবহারকারীদের বিশেষ আমন্ত্রণ বার্তা। বিস্তারিত: https://www.facebook.com/OPPOBangladesh





