স্লিম থ্রিডি-কার্ভড ডিজাইনের ‘হট ৫০ প্রো প্লাস’
ক.বি.ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সবচেয়ে স্লিম স্মার্টফোন ‘হট ৫০ প্রো প্লাস’ উন্মোচন করেছে। ডিভাইসটিতে টাইটানউইং আর্কিটেকচার ডিজাইন যুক্ত করা হয়েছে। মাঝারি বাজেটের ফ্ল্যাগশিপ অভিজ্ঞতা দিতে স্মার্টফোনটি বাজারে এনেছে ইনফিনিক্স। টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল এবং স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ডিভাইসটির মূল্য ২৩,৯৯৯ টাকা।
ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস
স্মার্টফোনটি বিশ্বের সবচেয়ে স্লিম থ্রিডি-কার্ভড স্ক্রিন নিয়ে এসেছে। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস। রয়েছে হেলিও জি১০০ প্রসেসর। ১৬ জিবি পর্যন্ত র্যাম মুক্ত পারফরম্যান্স দেবে। ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার শক্তিশালী ব্যাটারিসহ রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্টচার্জ। বাইপাস চার্জিং ও ওভারনাইট চার্জিং প্রোটেকশন সুবিধা রয়েছে এতে। ব্যাটারিটি প্রায় চার বছর স্থায়ী হওয়ার মত করে ডিজাইন করা হয়েছে।
আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধূলা এবং পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচক্রিনের সুবিধা দেবে।
স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচারসহ এআই-চালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে। এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে।