মোবাইল

স্লিম ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সে আসছে ইনফিনিক্স হট ৬০ সিরিজ

ক.বি.ডেস্ক: মিড রেঞ্জ স্মার্টফোনের বাজারে গত কয়েক বছর ধরে ইনফিনিক্স তাদের হট সিরিজের মাধ্যমে ধীরে ধীরে আলাদা জায়গা তৈরি করেছে। প্রতিটি সংস্করণে কিছু না কিছু পরিবর্তন এনে, এই সিরিজটি হয়ে ওঠেছে হালকা ও ব্যবহারবান্ধব ডিজাইনের প্রতিচ্ছবি। তাই এবার স্মার্টফোনপ্রেমীদের জন্য আসছে ইনফিনিক্স হট ৬০ সিরিজ। এই সিরিজের নতুন মডেলটি হবে মাত্র ৫.৯৫ মিমি পুরু- যা হট সিরিজে এখন পর্যন্ত সবচেয়ে স্লিম এবং বাজারের অন্যতম পাতলা স্মার্টফোন হিসেবেও বিবেচিত হতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালে বাজারে আসা হট ৫০ সিরিজে দেখা যায় তুলনামূলকভাবে পাতলা গড়নের ফোন, যার নকশা ছিল সহজ ও তরুণদের ব্যবহারের উপযোগী। মূল্য ও পারফরম্যান্সের মধ্যে ভারসাম্য রাখা এই সিরিজের মূল লক্ষ্য ছিল ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদা পূরণ করা- বিশেষ করে যারা স্মার্টফোনকে কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য একসঙ্গে ব্যবহার করেন।

ইনফিনিক্স হট ৬০ সিরিজ পাতলা গড়নের হলেও ব্যাটারিতে কোনো আপস করছে না। এতে থাকছে ৫১৬০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, যেখানে ব্যবহৃত হচ্ছে নন-সিলিকন-ভিত্তিক প্রযুক্তি। ফলে ব্যাটারির স্থায়িত্ব অক্ষুণ্ন রেখেই ডিভাইসকে স্লিম রাখা সম্ভব হয়েছে। পাশাপাশি থাকছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, যা দ্রুত চার্জের প্রয়োজন মেটাতে সক্ষম।

এই প্রযুক্তিগত সংযোজনগুলো একটি নতুন প্রবণতার ইঙ্গিত দেয়- মিড-রেঞ্জ স্মার্টফোনগুলো এখন আর কেবল মূল্যের দিক দিয়ে নয়, ডিজাইন এবং ব্যবহারযোগ্যতা নিয়েও আরও পরিপক্ব হচ্ছে। একসময় যেখানে স্লিম ফোন মানেই ছিল কম শক্তিশালী ব্যাটারি বা কম টেকসই ডিজাইন, সেখানে এখন সেই ধারণা পরিবর্তিত হচ্ছে।

ইনফিনিক্সের হট সিরিজের সাম্প্রতিক মডেলগুলোতে দেখা যাচ্ছে, তারা স্লিমনেস বজায় রেখেই ফোনগুলোকে দৈনন্দিন ব্যবহারের জন্য আরও উপযোগী করে তুলছে। কাজ, বিনোদন এবং যোগাযোগের বিভিন্ন চাহিদা একসাথে পূরণ করার সক্ষমতা নিয়ে এসেছে এই সিরিজ, যা ব্যবহারকারীর বহুমুখী প্রয়োজনের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে।

ইনফিনিক্স হট ৬০ সিরিজ আগের ধারাবাহিকতা বজায় রেখেই যুক্ত করছে কিছু নতুন প্রযুক্তি। এই নতুন সংযোজনগুলো ব্যবহারকারীদের অভিজ্ঞতায় কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *