স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি এম০২এস
ক.বি.ডেস্ক: গ্রাহকদের ডিভাইস ব্যবহারের সেরা অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে বাজেটবান্ধব স্মার্টফোন ‘গ্যালাক্সি এম০২এস’। ডিভাইসটি দারাজ বাংলাদেশে ১২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছে মূল্যছাড় এবং ইএমআই সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এম০২এস: স্মার্টফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, সাউন্ডের সেরা অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস। রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এর প্রাইমারি সেন্সর ১৩ মেগাপিক্সেলের আর প্রতিটি ম্যাক্রো ক্যামেরা ২ মেগা পিক্সেলের। সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরায় রয়েছে ৫ মেগাপিক্সেল সেন্সর। এ ছাড়াও এআর ইমোজি, স্টিকার এবং স্ট্যাম্প ব্যবহার করতে পারবেন।
ডিভাইসটিতে রয়েছে ৪ গিগাবাইট র্যাম এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ডিসকর্ডের সাহায্যে গেমাররা অন্য প্লেয়ারদের সঙ্গে ভয়েস চ্যাটের মাধ্যমে দ্রুত যোগাযোগ করতে পারবেন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০, অক্টা কোর ১.৮ গিগাহার্টজ দ্বারা চালিত এবং এতে রয়েছে অ্যাড্রেনো ৫০৬ গ্রাফিক্স প্রসেসিং।