মোবাইল স্মার্টফোন

স্যামসাং গ্যালাক্সি এ৫৬ ফাইভজি ফোনে ৯,৫০০ টাকা ছাড়

ক.বি.ডেস্ক: পরবর্তী প্রজন্মের স্মার্টফোনকে সবার জন্য আরও সহজলভ্য করতে গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে মূল্যছাড় দিয়েছে স্যামসাং। এ ফোনটি এখন ক্রেতারা ৯,৫০০ টাকা ছাড়ে কিনতে পারবেন। স্মার্টফোনটির ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের বর্তমান মূল্য ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণটি পাওয়া যাচ্ছে ৫৪,৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি-তে এআই প্রযুক্তিনির্ভর ফিচারগুলোর মধ্যে রয়েছে সার্কেল টু সার্চ, ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজার, ইন্টেলিজেন্ট ভিডিও এডিটিং ফিচার এবং এআই-পাওয়ারড পোর্ট্রেইট। রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং নাইটোগ্রাফি সুবিধা। ৬.৭ ইঞ্চি এফএইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির। রয়েছে এক্সিনোজ ১৫৮০ প্রসেসর ও ইন-বিল্ট কুলিং সিস্টেম।

বাড়তি সুবিধা পেতে ক্রেতারা ‘নেভারমাইন্ড’ অফার গ্রহণ করতে পারেন। এ অফারের মাধ্যমে মাত্র অল্প সাবস্ক্রিপশন ফি দিয়ে এক বছরের মধ্যে একবার স্ক্রিন পরিবর্তন করা যাবে। এ ছাড়াও, যারা দীর্ঘদিন নিশ্চিন্তে ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য স্যামসাং দিচ্ছে দুই বছরের ওয়্যারেন্টি। এই ওয়্যারেন্টি সুবিধাও নামমাত্র সাবস্ক্রিপশন ফিতে উপভোগ করা যাবে।

গ্যালাক্সি এ৫৬ ফাইভজি তিনটি রঙে পাওয়া যাচ্ছে- অসাম লাইটগ্রে, গ্রাফাইট ও অলিভ। বিস্তারিত: https://www.samsung.com/bd/smartphones/galaxy-a/galaxy-a56-5g-awesome-lightgray-256gb-sm-a566ezacbkd/buy/

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *