স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো কন্ট্রোল করা যাবে ‘টেকনো স্পার্ক গো ২’ দিয়ে

ক.বি.ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে স্পার্ক সিরিজের স্মার্টফোন ‘স্পার্ক গো ২’ উন্মোচন করেছে। স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে নুতন এই ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে। বাজেটের মধ্যে সেরা সব এআই ফিচার, দুর্দান্ত ডিজাইন ও ভালো পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন।
টেকনো স্পার্ক গো ২
নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এই ফোনে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টম, টি৭২৫০ লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা এই ডিভাইস দিয়ে ভালো মাল্টিটাস্কিং এবং গেমিং উপভোগ করতে পারবেন। দীর্ঘসময় ব্যবহারের জন্য রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেম সহ ডুয়াল স্পিকার।
ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে থাকছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে থাকছে হাই-এন্ড এআই ফিচার- এআই জিসি পোর্ট্রেইট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেজড প্রবলেম সলভিং, এআই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শন সহ আরও অনেক স্মার্ট এআই ফিচার। রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা।
ডিভাইসটির ৬৪ জিবি+৮ জিবি (৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)। ৬৪ জিবি+৬ জিবি (৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ৯,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) কিনতে পারবেন।