স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা করেছে রিভো বাংলাদেশ

ক.বি.ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বৈদ্যুতিক বাইক ব্র্যান্ড রিভো বাংলাদেশ দেশজুড়ে স্মার্ট রাইডারদের জন্য ‘মুনসুন অফার’ ঘোষণা করেছে। এই অফারে ক্রেতারা প্রতিটি রিভো বৈদ্যুতিক বাইকের সঙ্গে পাবেন বিশেষ উপহার ও আকর্ষণীয় ছাড়। রিভো অনুমোদিত ডিলার শোরুমে ১৫ আগস্ট পর্যন্ত রিভো বৈদ্যুতিক বাইক কেনার এ অফার উপভোগ করবেন ক্রেতারা। রিভো শোরুমে ব্র্যান্ডটির নতুন ই৫২, সি৩২ওয়াই, এ১০ এবং সদ্য বাজারে আসা মডেল এ১১ দেখতে পারবেন এবং চালিয়েও দেখতে পারবেন।
‘মুনসুন অফার’-এর আওতায় যেকোন মডেলের রিভো বৈদ্যুতিক বাইক কিনলেই ক্রেতারা পাবেন একটি সার্টিফায়েড হেলমেট, টেকসই ও প্রিমিয়াম মানের রেইনকোট, একটি সিগনেচার রিভো চাবির রিং ও একটি ফ্রি সার্ভিস কুপন। আর এই সবকিছুই ক্রেতারা পাবেন একদম বিনামূল্যে।
ফ্রি সার্ভিস কুপনটির মেয়াদ বাইক কেনার ১২ মাস পর্যন্ত থাকবে। এ সময়ের মধ্যে বাইকে কোনও ধরনের সমস্যা হলে বাইকের মালিক একটি সার্ভিস পাবেন সম্পূর্ণ বিনামুল্যে। এতে করে নিজের বাইকটিকে ভালো অবস্থায় রাখতে মালিককে অতিরিক্ত খরচ নিয়ে ভাবতে হবে না।
সাহসী ও স্মার্ট প্রযুক্তিনির্ভর একটি ব্র্যান্ড হিসেবে রিভো উদ্ভাবনী, পরিবেশবান্ধব এবং উচ্চ কর্মদক্ষতা সম্পন্ন দুই চাকার বাহন সরবরাহ ও বাজারজাত করছে। প্রতিদিন ব্যবহারের ওপর ভিত্তি করে চালানো সাধারণ দুই চাকার বৈদ্যুতিক বাহন থেকে শুরু করে প্রিমিয়াম মানের বাইক রিভো বাংলাদেশ তার যাত্রীদের জন্য সহজলভ্য করেছে। বাংলাদেশী যাত্রীদের জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের সমাধান নিশ্চিতে কাজ করে যাচ্ছে।