আনুষাঙ্গিক মোবাইল

স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশনে এলো ওয়ালটন স্মার্টওয়াচ

ক.বি.ডেস্ক: ওয়ালটন বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন ডিজাইন এবং অল-ইন-ওয়ান স্মার্ট ফিচারের এক ব্যতিক্রমী সংমিশ্রণ এই নতুন স্মার্টওয়াচ। স্টাইল, স্বাস্থ্য সচেতনতা ও প্রতিদিনের ডিজিটাল কন্ট্রোলের জন্য এই স্মার্টওয়াচটি হতে পারে পারফেক্ট চয়েস। অ্যাপ স্টোর কিংবা প্লে স্টোর থেকে ‘ওয়ালটন টিক’ অ্যাপ ডাউনলোড করে সহজেই স্মার্টফোনের সঙ্গে এই স্মার্টওয়াচটি ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।

নতুন এই স্মার্টওয়াচটিতে রয়েছে ১.৮৫ ইঞ্চি ৩৯০ বাই ৪৫০ রেজ্যুলেশনের এইচডি অ্যামোলেড ডিসপ্লে, অ্যালুমিনিয়াম অ্যালয় বডি, স্কয়ার ডায়াল ডিজাইন এবং সঙ্গে দু’টি ইন্টারচেঞ্জেবল স্ট্র্যাপ। থাকছে এসএফ৩২এলবি৫৬৩ চিপসেট এবং ৩৫০ এমএএইচ ব্যাটারি যা একবার চার্জে ৮-১০ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। এতে ইন-বিল্ট স্পিকার ও মাইক্রোফোন থাকায় সরাসরি ব্লুটুথ কলিং করা যায়। দ্রুত রেসপন্সের জন্য রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও ভাইব্রেশন অ্যালার্ট।

হেলথ ও ফিটনেস মনিটরিংয়ের জন্য রয়েছে ১০০টি স্পোর্টস মোড, যার মধ্যে ৪টি অটো রিকগনিশন সহ রয়েছে রানিং প্ল্যান ও রানিং কোর্স ফিচার। থাকছে ২৪ ঘণ্টার হেলথ ট্র্যাকিং সুবিধা- হার্ট রেট, স্ট্রেস, ঘুমের সময় বিশ্লেষণ, রেসপিরেশন রেট, এইচআরভি এবং পিপিজি ব্লাড প্রেসার মনিটরিং। স্মার্ট অ্যাসিস্ট্যান্টযুক্ত এতে রয়েছে মেসেজ ও কল অ্যালার্ট, গোল রিমাইন্ডার, ওয়াটার অ্যান্ড স্লিপ রিমাইন্ডার, রিমোট ক্যামেরা, মিউজিক কন্ট্রোল, ক্যালকুলেটর, গেমস, ওমেন্স হেলথ রিমাইন্ডার-এর মতো অতিরিক্ত স্মার্ট ফিচারও।

টিক এএমএক্স১৩ স্মার্টওয়াচটি ৩এটিএম ওয়াটারপ্রুফ রেটিংধারী হওয়ায় বর্ষাকাল বা ঘামযুক্ত পরিবেশেও এটি অনায়াসে ব্যবহারযোগ্য। এতে রয়েছে শকপ্রুফ কেসিং এবং ডাস্ট রেজিস্ট্যান্ট ফিচার। স্মার্টওয়াচটি মাত্র ৪,৮৫০ টাকায় পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন প্লাজাতে। থাকছে ১ বছরের ওয়ারেন্টি ও বিশ্বস্ত আফটার-সেলস সার্ভিসের নিশ্চয়তা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *