মোবাইল স্মার্টফোন

স্মার্টফোন বাজারে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে যাত্রা করেছে ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভিভো এক্স২০০। ভিভোর এক্স সিরিজের এই ফ্ল্যাগশিপ দেবে উন্নত জাইস টেলিফটো ক্যাপাবিলিটি, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও পারফরম্যান্স এবং অত্যাধুনিক ডিজাইনের দুর্দান্ত অভিজ্ঞতা। অত্যাধুনিক প্রযুক্তি ও চাহিদাকে সামনে রেখেই উদ্ভাবনকে গুরুত্ব দিয়েছে ভিভো। এরই ধারাবাহিকতায় দেশে এসেছে এক্স২০০।

ভিভো এক্স২০০ স্মার্টফোনটিতে আছে ৫০ মেগাপিক্সেল আলট্রা-ক্লিয়ার সেন্সর জাইস টেলিফটো ক্যামেরা। আছে ১০০ গুণ হাইপারজুম, সুপার ল্যান্ডস্কেপ মোড, জাইস সিনেমাটিক পোর্ট্রেইট ভিডিও। ব্যবহার করা হয়েছে জাইস টি-কোটিং প্রযুক্তি। জাইস মাল্টিফোকাল পোর্ট্রেইট দিয়ে ৩ মি.মি. থেকে ১০০ মি.মি. পর্যন্ত বিভিন্ন ফোকাল রেঞ্জে পেশাদার মানের ছবি তোলা যাবে।

স্মার্টফোনে রয়েছে ৩ এনএম মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি রম। এতে আছে ৫৮০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, এআই ইরেজ ও এআই নোট অ্যাসিস্ট। ৪৫০০ নিট পিক ব্রাইটনেস এবং ৬.৬৭ ইঞ্চি জাইস মাস্টার কালার ও আই প্রোটেকশন ডিসপ্লে। আছে কোয়াড কার্ভড ডিসপ্লে। এর আইপি ৬৮ ও আইপি ৬৯ রেটিংস। এতে আছে নতুন ফানটাচ ওএস ১৫ অপারেটিং সিস্টেম।

ভিভো এক্স২০০ পাওয়া যাবে ন্যাচারাল গ্রিন ও কসমস ব্ল্যাক এই দুই রঙে। প্রি অর্ডার করা যাবে স্মার্টফোনটি। এর মূল্য ১,৩৯,৯৯৯ টাকা। স্মার্টফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে আকর্ষণীয় নানা ধরনের গিফট ও অফার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *