স্মার্টফোন বাজারে আসছে অপো এ৬
ক.বি.ডেস্ক: ও’ ফ্যানস ফেস্টিভালে সর্বশেষ ফোনটি নিয়ে আসতে যাচ্ছে অপো। নতুন প্রজন্মের কথা বিবেচনা করে অপো এ৬ নিয়ে আসা হচ্ছে। যা কৌতুহলি, আশাবাদী ও প্রত্যাশায় ভরপুর জীবনে সামনে এগিয়ে যেতে চায়, তাদের জন্য এই স্মার্টফোনটি নিয়ে আসা হচ্ছে। সকালের অ্যাডভেঞ্চার থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করা, যাই হোক না কেন, ডিভাইসটি তরুণদের যথার্থ সঙ্গী হতে প্রস্তুত।
ডিভাইসটির মূল আকর্ষণ হলো এর রঙ, যা শান্ত সোনালী আবরণের মধ্যে অরোরার মতো। এর ম্যাট ফিনিশিং টেকনিক, লেয়ারড ইউভি ইনার প্যাটার্ন, উন্নত কোটিং প্রসেস ও মাল্টি-লেভেল ইঙ্ক অ্যাপ্লিকেশনের ডিজাইন আলো ধরার সঙ্গে সঙ্গে সূক্ষ্মভাবে পরিবর্তিত হয়। এর স্মুথ ও স্কিন-ফ্রেন্ডলি ফিল তরুণদের ভেতর থেকে আত্মবিশ্বাস জোগায়।
গভীরতা ও উচ্চাকাঙ্ক্ষার সমন্বয়ে ডিভাইসটির দ্বিতীয় রঙটি নিয়ে আসা হয়েছে। এতে রয়েছে ম্যাট টেক্সচার, যা স্ক্র্যাচের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করে দীর্ঘসময় টিকে থাকতে সক্ষম; শত প্রতিকূলতার মাঝেও যা নিরবে টিকে থাকে।
প্রাকৃতিক দর্শনের ওপর ভিত্তি করে এর উপাদান ও কারিগরি দিকগুলো বাছাই করা হয়েছে। যেখানে এর একাধিক আবরণ দীর্ঘস্থায়ী স্বচ্ছতা নিশ্চিত করে। প্রিমিয়াম ফ্রস্টেড গ্লাসের মতো ডিভাইসটি স্বস্তিদায়ক অনুভূতি নিশ্চিত করে। ডিভাইসটি নিয়ে আসা পেছনে মূল কারণ হিসেবে রয়েছে ‘পাওয়ার টু গো বিয়ন্ড’ ধারণা। বিস্তারিত: https://www.oppo.com/bd/





