পণ্য সম্পর্কে

স্মার্টফোনে ইচ্ছে মতো সম্পাদনা করা যাবে ছবি

নিজের ছবি আরও একটু সুন্দর করে তোলার জন্য অনেকে এডিট বা সম্পাদনা করে থাকেন। কিন্তু আপনার ফোনটি যদি সম্পাদনার জন্য উপযুক্ত না হয় তাহলে ভালো ভাবে ছবি সুন্দর করে তুলতে পারবে না। ছবি তুলে করে সম্পাদনা করার জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে শাওমি রেডমি নোট ১৪।

শাওমির এই ফ্ল্যাগশিপ মানের স্মার্টফোনে মিলবে দারুণ এআই ক্যামেরা সেটআপ। ছবি তোলা ও সম্পাদনায় মিলবে প্রফেশনাল অভিজ্ঞতা। আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ। এতে আছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। যা ছবি সম্পাদনাকে সহজ ও নিখুঁত করে দিয়েছে। ল্যান্ডস্কেপ তো বটেই অন্য সব ধরণের ছবিও দারুণ ভাবে ধরা যায় এই স্মার্টফোনে।

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে আছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয়ে দেবে বেশি দিন টিকে থাকার প্রতিশ্রুতি। মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও নিবিড় করবে এই দৃঢ় চিপসেট। আছে ৬.৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর কারণে মিলেছে সুপার-স্মুথ স্ক্রলিং-এর অভিজ্ঞতা। ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় রোদেও ঝকঝকে থাকে শাওমি রেডমি নোট ১৪।

শখ আর প্রয়োজন মিলে কেনা হয় স্মার্টফোন। ব্যবহারকারীর সাথে নিত্যসঙ্গী এ ডিভাইসটির মিথস্ক্রিয়া চলে মূলত স্ক্রিনের মাধ্যমে। তবে আঘাত পেলে স্ক্র্যাচ (দাগ) পড়ার পাশাপাশি ভেঙে যাওয়ারও ঝুঁকি থাকে স্মার্টফোন স্ক্রিনের। এতে শখের ডিভাইসটির সৌন্দর্য যেমন নষ্ট হয় তেমনি তা হারায় কার্যকারিতা। স্ক্রিনের সুরক্ষায় স্মার্টফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয় কর্নিং গরিলা গ্লাস। গবেষণার মাধ্যমে ক্রমাগতভাবে দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে ওঠছে গরিলা গ্লাসের হালনাগাদ সংস্করণগুলো।

সাধারণত বেশি মূল্যের স্মার্টফোনগুলোয় কর্নিং গরিলা গ্লাসের হালনাগাদ এসব সংস্করণ ব্যবহার হয়ে থাকে। সামর্থের আওতায় থাকা মিডরেঞ্জের ফোনগুলো এ সুরক্ষার বাইরেই থেকে যেত। তবে সম্প্রতি দেশের বাজারে অবমুক্ত হয়েছে শাওমির রেডমি নোট সিরিজের সবশেষ ফোন শাওমি রেডমি নোট ১৪। মিডরেঞ্জের এ ফোনেই পাওয়া যাবে কর্নিং গরিলা গ্লাস ৫-এর সুরক্ষা বলয়। মূল্য হাতের নাগালে, আবার হাত থেকে পড়ে গেলেও স্ক্র্যাচ বা ভেঙে যাওয়ার ভয় নেই এটির চমৎকার স্ক্রিনের।

স্মার্টফোনটিতে আছে ধুলাবালি ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে আইপি ৫৪ রেটিং। রোদ-বৃষ্টি যাই থাকুক নিশ্চিন্তে ব্যবহার করা যায়। রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা ফুল চার্জ হতে সময় নিয়েছেত্র ৭৭ মিনিট। ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যায়। এতে আছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা দিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। ওজনে হালকা ও স্লিম হওয়ায় ফোনটি দেখতে দারুণ স্টাইলিশ।

মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন এবং ওশান ব্লু- এই চার রঙে এসেছে শাওমি রেডমি নোট ১৪। ৬জিবি র‍্যাম+ ১২৮জিবি স্টোরেজ এর মূল্য ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজের মূল্য ২৬ হাজার ৯৯৯।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *