সাম্প্রতিক সংবাদ

স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি: ফয়েজ আহমদ তৈয়ব

ক.বি.ডেস্ক: বাংলাদেশের অগ্রযাত্রায় ফাইভ জি প্রযুক্তি এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি শুধু দ্রুতগতির কানেক্টিভিটি নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ প্রযুক্তি জনগণকে ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে সক্রিয়ভাবে যুক্ত করবে। ফাইভজি কার্যকরভাবে চালু করতে হলে কেবল ৭০০ মেগাহার্টজ নয়, ৮০০, ৯০০-সহ অন্যান্য নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সিও দ্রুত উন্মুক্ত করতে হবে। নিম্ন ব্যান্ড ফ্রিকোয়েন্সি দূরত্বে সিগন্যাল বহন করতে সক্ষম। কেবল উচ্চ ব্যান্ডে সীমাবদ্ধ থাকলে শহর বা গ্রাম কভারেজ নিশ্চিত করতে বেশি সংখ্যক টাওয়ার বসাতে হবে। তাই স্পেকট্রাম ধাঁধার সমাধান এখন জরুরি।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) রবি’র কর্পোরেট অফিসে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক রবি’র ফাইভজি’র বাণিজ্যিক যাত্রা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এসব কথা বলেন।

রবি’র ফাইভজি’র বাণিজ্যিক যাত্রা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, রবি আজিয়াটা পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজ রাশিদ সহ বিটিআরসি এবং রবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কের উন্নয়ন প্রক্রিয়ায় এখনও অনেক ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে ৪জি সেবার মান আশানুরূপ নয়। তবে এটি কোনও একটি অপারেটরের দায় নয়, বরং আমাদের সবার ব্যর্থতা। ভালোমানের ৪জি দিতে না পারার কারণে ব্যবসায়িক ও ডিজিটাল সেবা বৃদ্ধিও ব্যাহত হচ্ছে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *