স্টার্টআপ কম্পাস ক্যাম্পেইনের যাত্রা
ক.বি.ডেস্ক: সম্ভাবনাময় উদ্যোক্তাদের খোঁজে আইডিয়া প্রকল্প আয়োজন করছে “স্টার্টআপ কম্পাস”। স্টার্টআপ কম্পাস এর ক্যাম্পেইন চলবে ২০২৩ এর মার্চ পর্যন্ত। এসময় ৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশ থেকে ১০ হাজারের বেশি তরুণ-তরুণীর কাছে সরাসরি পৌছাঁতে পারবে বলে আশা করছে আইডিয়া প্রকল্প।
৪৫টির বেশি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হলেও স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আইডিয়া প্রকল্পে তাদের উদ্ভাবনী আইডিয়া জমা দিতে পারবেন। আগ্রহীগণ আইডিয়া প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট (https://idea.gov.bd/ ) -এ ভিজিট করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে তাদের আইডিয়া বা স্টার্টআপ সম্পর্কিত আবেদন সাবমিট করতে পারবেন।
আইডিয়া প্রকল্প থেকে প্রাথমিক যাচাই শেষে নির্বাচিত স্টার্টআপদের আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটির মাধ্যমে স্টার্টআপদের পিচিং নেয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোক্তা বা স্টার্টআপ পাবেন ১০ লক্ষ টাকা অনুদান। সেই সঙ্গে স্টার্টআপদের আইডিয়া প্রকল্প থেকে গ্রুমিং ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। এ ছাড়া, লিগ্যাল কনসাল্টেন্সি, কো-ওয়ার্কিং স্পেস প্রদানসহ নানাভাবে স্টার্টআপদের সহযোগিতা করা হবে।
তরুণ স্টার্টআপদের অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার ড্যাফোডিল স্মার্ট সিটিতে স্টার্টআপ কম্পাস এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. এম লুতফর রহমান। বিশেষ অতিথি ছিলেন ডিআইইউ’র সাইন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. ফোখরে হোসেন এবং কমপিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান প্রফেসর ড. তৌহিদ ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন স্টার্টআপ কম্পাসের মূখ্য সমন্বয়ক সিদ্ধার্থ গোস্বামী,সহযোগী সমন্বয়ক আবুল কালাম এহসানুল আজাদ, আইডিয়া প্রকল্পের কমিউনিকেশন্স বিষয়ক পরামর্শক সোহাগ চন্দ্র দাসসহ আইসিটি বিভাগ, বিসিসি, আইডিয়া প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।