স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ইনসেপ্টা

ক.বি.ডেস্ক: স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা ইনসেপ্টা গ্রুপ। ‘নতুন যুগে তহবিল সংগ্রহ: বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া’ এক সেমিনারে ইনসেপ্টা গ্রুপের মালিক নাবিলা নওরিন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব।
আজ সোমবার (৭ এপ্রিল) ঢাকার একটি স্থানীয় হোটেলে চার দিনব্যাপী (৭-১০ এপ্রিল) অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর প্রথম দিনের স্টার্টআপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘‘ইনসেপ্টা গ্রুপের এই ফান্ড স্টার্টআপদের জন্য, ইক্যুইটি, গ্র্যান্ড এবং লোন হিসেবে কিংবা যেকোনো ফরমেটে দেবেন। এর আগে স্টার্টআপদের জন্য যে ফান্ডগুলো এসেছে তার প্রায় ৭৬ শতাংশ বিদেশি ফান্ড। তাই বাংলাদেশি কোম্পানিগুলো বাংলাদেশের স্টার্টআপদের ফান্ডিং করার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে পলিসিগুলো নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আউট বাউন্ড ফরেন কারেন্সি ট্রানজেকশনের উইন্ডো ওপেন করেছে। স্টার্টআপদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে বিদেশি কোম্পানির শেয়ার শপিংয়ের বাধা দূর করেছে।’’
তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ যাতে কোনোভাবে ইন্টারনেট বন্ধ না হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে। যাতে আগামীতে কোনো সরকার আর ইন্টারনেট বন্ধ করতে না পারে। আমরা সিদ্ধান্ত নিয়েছি বর্তমান সরকারও কখনও ইন্টারনেট বন্ধ করবে না। আগামী সরকারও যাতে কখনো ইন্টারনেট বন্ধ করতে না সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। যে বিধানের বলে ইন্টারনেট বন্ধ করা হতো সেগুলো সংশোধন করে আগামী সাইবার সেফটি অর্ডিন্যান্স জারি করা হবে। সেখানে এমন বিধান সংযুক্ত করা হবে যাতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। স্টারলিংক রেজিস্ট্রেশন জন্য একটা গাইড লাইন করছি সেখানে ইন্টারনেট বন্ধ করতে না পারে সে ধরনের বিধান রাখছি।’’