পণ্য সম্পর্কে

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল রুপান্তর গড়ছে গ্লোবাল ব্র্যান্ড

ক.বি.ডেস্ক: বাংলাদেশে প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি স্পেস এক্স-এর স্টারলিঙ্ক স্যাটেলাইট‑ভিত্তিক ইন্টারনেট সেবার সরকারিভাবে অনুমোদিত পরিবেশক হিসেবে কার্যক্রম শুরু করছে। স্টারলিঙ্ক হলো লো আর্থ অরবিট উপগ্রহ ব্যবহারে চালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা উচ্চ-গতির ডাউনলোড, নমনীয় কাভারেজ এবং কম লেটেন্সি নিশ্চিত করে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে প্রাপ্ত ১০ বছরের এনজিএসও ও রেডিও যোগাযোগ লাইসেন্সের মাধ্যমে এই সেবা আনুষ্ঠানিকভাবে দেশে চালু হয়েছে।

স্টারলিঙ্ক সুবিধাসমূহ
২৫০ এমবিপিএস+ পর্যন্ত ডাউনলোড স্পিড ও ২০–৪০ এমএস লেটেন্সি যা গ্রাম ও শহরে একই মানের সেবা প্রদান করবে। কোনও ফাইবার অথবা টাওয়ার ছাড়াই সরাসরি ব্যবহারযোগ্য। দুর্গম ও সীমান্তবর্তী এলাকাতেও নিরবিচ্ছিন্ন কানেক্টিভিটি।

বাংলাদেশে স্টারলিঙ্ক–এর প্রসার
বাংলাদেশে স্টারলিঙ্ক–এর গ্রাউন্ড স্টেশন নির্মাণের জন্য কয়েকটি ফার্ম দায়িত্বে নিয়োজিত হয়েছে, যার মধ্যে গাজীপুরের হাই‑টেক সিটিতে প্রধান স্টেশন স্থাপন করা হয়েছে। অর্থনৈতিক ও নিরাপত্তা প্রবাহ বজায় রাখতে স্থানীয় আইজিসি ও টাওয়ার নির্মাণ প্রক্রিয়া ইতোমধ্যেই চলছে। সরকার ও উদ্যোক্তাদের সহযোগিতায় ডিজিটাল অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, এমএমই খাত এবং ক্রান্তিকালে ইন্টারনেট বন্ধ প্রতিরোধে স্তম্ভ হিসেবে ভূমিকা রাখবে।

গ্লোবাল ব্র্যান্ড বর্তমানে স্টারলিঙ্ক এর মিনি কিট, স্ট্যান্ডার্ড কিট, ফ্লাট হাই পারফরমেন্স কিট এর মাধ্যমে ভিন্ন ভিন্ন প্রয়োজনের সার্ভিস সরবারহ করছে। গ্রাহকরা পাচ্ছেন সরাসরি প্রি‑অর্ডার, বাড়িতে বসে ডেলিভারি, ২৯+ বছর ধরে প্রযুক্তির মাধ্যমে ইনোভেশন ও সেবা পৌঁছে দেয়ার অভিজ্ঞতা।

গ্লোবাল ব্র্যান্ড- এর এই উদ্যোগ বাংলাদেশের প্রতিটি প্রান্তে দ্রুত, নির্ভরযোগ্য এবং আধুনিক ইন্টারনেট সুবিধা তৈরিতে যুগান্তকারী ভূমিকা রাখবে। স্টারলিঙ্ক-এর পরিবেশক হিসেবে, ডিজিটাল রুপান্তর তৈরির লক্ষ্যে আরও একটি মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এক বছরের ওয়ারেন্টি সুবিধা সহ বর্তমানে স্টারলিঙ্ক এর ৩টি কিট এখন প্রি অর্ডার করে পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইটে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *