আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

স্টারলিংক এখন রায়ান্সে: চলছে অর্ডার গ্রহণ

ক.বি.ডেস্ক: কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। বাংলাদেশেও এখন ব্যবহার করা যাচ্ছে স্টারলিংকের ইন্টারনেট। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিটেইলার হলো রায়ান্স। রায়ান্সে স্টারলিংক ইন্টারনেট কিটের অর্ডার গ্রহন চলছে। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফিজিক্যাল শপ দুই জায়গা থেকেই অর্ডার গ্রহণ করছে। অর্ডার নেয়া শুরু হলেও পণ্য ডেলিভারি শুরু হবে ১০ জুলাই থেকে।

রায়ান্সের ওয়েবসাইট এবং শপ থেকে অর্ডার করার প্রক্রিয়া অত্যন্ত সহজ ও নিরাপদ। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী স্টারলিংক ইন্টারনেট কিট নির্বাচন করে অর্ডার করতে পারবেন। রায়ান্সের দক্ষ কাস্টমার সার্ভিস টিম যেকোনও প্রশ্ন বা সমস্যায় সহায়তা প্রদান করতে সদা প্রস্তুত। এই উদ্যোগ দেশের প্রত্যন্ত ও কম সংযুক্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, এটি প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে, যেখানে প্রত্যেক নাগরিক উন্নত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা পাবে।

স্টারলিংক হচ্ছে স্পেসএক্সের উন্নত স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট নেটওয়ার্ক, যা বিশ্বের যেকোনো স্থানে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে। এর আরেকটি বড় সুবিধা হলো এর সহজ সেটআপ এবং পোর্টেবিলিটি। বিদ্যুৎ সংযোগ ও পরিষ্কার আকাশপথ থাকলেই কয়েক মিনিটের মধ্যেই এটি চালু করা সম্ভব।

তাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি এলাকা ও দ্বীপাঞ্চলে হাওড়, সমূদ্রেও, যেখানে এখনও নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছানো কঠিন, সেখানে স্টারলিংক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে ধারণা করছে সবাই। এই সেবা দেশের ডিজিটাল উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *