স্টারলিংকের পণ্য বিতরণ শুরু করলো রায়ান্স

ক.বি.ডেস্ক: কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বে ইন্টারনেট-সেবা দিয়ে থাকে ইলন মাস্কের স্টারলিংক। বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে কাজ করছে প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস। গত বুধবার থেকে প্রি-অর্ডার করা স্টারলিংক কিট সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রেতাদের কাছে বিতরণ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
রায়ান্স এর অভিজ্ঞ টিম গ্রাহকদের নির্দিষ্ট অবস্থান এবং প্রয়োজন অনুসারে সেরা কোন স্টারলিংক প্যাকেজ নির্বাচন করবে সে সম্পর্কেও গাইডলাইন প্রদান করছে। প্রতিষ্ঠানটি শুধুমাত্র স্টারলিংক কিট প্রদান করছে না, বরং স্টারলিংক সেটআপ, সমস্যা সমাধান এবং গ্রাহক সেবা সহ অন্যান্য সহায়তাও প্রদান করছে।
রায়ান্স স্টারলিংকের মতো বিশ্বমানের প্রযুক্তি সেবা প্রদানের মাধ্যমে দেশব্যাপী আরও অধিক গ্রাহক সন্তুষ্টি অর্জনে অগ্রসর। স্টারলিংক সেবা সম্পর্কে এবং অর্ডারের জন্য www.ryans.com- এ ভিজিট করুন।