সেমিকন্ডাক্টর সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও এসবিআইটির চুক্তি
ক.বি.ডেস্ক: সেমিকন্ডাক্টরে গবেষণা, মেধাস্বত্ব উন্নয়ন এবং প্রোটোটাইপ তৈরিতে একসঙ্গে কাজ করবে ব্র্যাক ইউনিভার্সিটি ও এসবিআইটি, যা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রযুক্তি শিল্পকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে। বিশেষ করে সেমিকন্ডাক্টর, ভিএলএসআই এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে এই সহযোগিতা দেশের আইসিটিকে আরও শক্তিশালী করবে। এ লক্ষে ব্র্যাক ইউনিভার্সিটি সেমিকন্ডাক্টর ডিজাইনার প্রতিষ্ঠান এসবিআইটি লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী এবং এসবিআইটি এর সিইও ড. জাহাঙ্গীর দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর চেয়ারম্যান প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, প্রফেসর তৌহিদুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর মির্জা রাশেদুজ্জামান ও অ্যাসিসট্যান্ট প্রফেসর ত্বিষা তিতীর্ষা এবং এসবিআইটি লিমিটেডের সিনিয়র ইঞ্জিনিয়ার আবদাল হক মন্ডল।
এসবিআইটি ২০০৭ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সেমিকন্ডাক্টর ভিএলএসআই ডিজাইন, সাইবার সিকিউরিটি সফটওয়্যার এবং আইটি বিষয়ে কাজ করছে। ভিএলএসআই (ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন) এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে লক্ষ বা কোটি ক্ষুদ্র ইলেকট্রনিক উপাদানকে নকশা ও একত্রিত করে একটি সিলিকন চিপে স্থাপন করা হয়, ফলে শক্তিশালী ও দক্ষ ইলেকট্রনিক সার্কিট তৈরি করা সম্ভব হয়।
এই চুক্তির ফলে ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রি সম্পর্কিত থিসিসের সুযোগ এবং বুটক্যাম্প, টেক টক, হ্যাকাথন সহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন উপকরণ ব্যবহারের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে, যারা প্রকল্প নির্বাচন ও অনুমোদন করবে। প্রকল্পের শুরুতে ভিএলএসআই ডিজাইন এবং সংশ্লিষ্ট সেবা নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে।





