সেমিকন্ডাক্টর দক্ষতায় নতুন উদ্যোগ ‘উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র’
ক.বি.ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি খাতকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর অঙ্গনে এক ধাপ এগিয়ে নিতে উল্কাসেমি আনুষ্ঠানিকভাবে শুরু করলো ‘উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র’। বাংলাদেশের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর ডিজাইন প্রতিষ্ঠান উস্কাসেমি, দেশের তরুণ প্রকৌশলীদের জন্য বিশ্বমানের চিপ ডিজাইন দক্ষতা অর্জনের পথ নিশ্চিত করার উদ্দেশ্যে এই নতুন উদ্যোগটি গ্রহণ করেছে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) গুলশানে উল্কাসেমির কার্যালয়ে ‘উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র’-এর উদ্বোধন করেন প্রধান অতিথি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং উল্কাসেমির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট মো. এনায়েতুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উল্কাসেমির চেয়ারম্যান ডা. আরিফা চৌধুরী রহমান, চিফ অপারেটিং অফিসার ড. মিজান রহমান, ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল বিভাগ) মো. কামরুজ্জমান, পরিচালক (আইটি সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অপারেশনস) জোবায়ের বিন লিয়াকত, পরিচালক (অ্যানালগ লেআউট ডিজাইন) মুন সাদিয়া দীপ্তি, সিনিয়র ম্যানেজার (ব্র্যান্ডিং অ্যান্ড পিআর) মুজাম্মেল হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বুয়েট’র ড. এ বি এম হারুন-উর-রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মইনুল হোসেন, এআইইউবি’র ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহরিয়ার মাসুদ রিজভী, এমআইএসটি’র ইইসিই বিভাগের সহযোগী অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল মো. তৌফিক আমিন, এনএসইউ’র ডিন ড. সাজ্জাদ হোসেন, ইউএপি’র ইইই বিভাগের অধ্যাপক ড. জি আর আহমেদ জামাল সহ এইউএসটি, ডিআইইউ, ইউআইইউ-এর শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সেমিকন্ডাক্টর শিল্পের সম্ভাবনার ব্যাপারে সরকার অবগত এবং এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। উল্কাসেমি বাংলাদেশকে গ্লোবাল নলেজের কেন্দ্রে নিয়ে গেছে। উল্কাসেমি উল্কার গতিতে এগুচ্ছে। একাডেমি পেছনে পড়ে রয়েছে। এজন্য আমাদের একটা মাঝামঝি অবস্থানে আসতে হবে। নলেজ ইজ পাওয়ার উল্কাসেমি বাংলাদেশকে সেই পাওয়ার উপহার দিচ্ছে। আমরা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে সামনে ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্স, এআই, ইউএলএসআই একাডেমি কোর্স চালু করবো। বাংলাদেশ হাইটেক পার্ক এটি নিয়মিত দেখাশোনা করবে। প্রতি এক বছর পর পর কারিকুলাম রিভিউ করবো।”

উল্কাসেমির সিইও মো. এনায়েতুর রহমান বলেন, “২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর খাতে বিশাল কর্মসংস্থান তৈরির সম্ভবনাকে প্রাধান্য দিয়ে এই প্রশিক্ষন কেন্দ্র স্থাপনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। বর্তমানে উল্কাসেমিতে ৫৭০ এর অধিক কর্মচারী কাজ করছেন। আগামী দুই বছরের মধ্যে ১,০০০ এ পরিনত হওয়ার সম্ভবনা রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে ৫,০০০ ইঞ্জিনিয়ারকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখছি। উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্র এই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছি। এই উদ্যোগটি দেশের ডিজিটাল রুপান্তর ভিশন এবং বৈশ্বিক ১ ট্রিলিয়ন ডলার মূল্যের সেমিকন্ডাক্টর বাজারে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে।”
উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্রে প্রশিক্ষণ কাঠামো
ইন্ডাস্ট্রিয়াল চিপ ডিজাইন কাজের বাস্তব জ্ঞান প্রদানের উদ্দেশ্যে উল্কাসেমি ভিএলএসআই প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষণ কাঠামো তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে যে সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে- আইসি লেআউট ডিজাইন, আইসি ফিজিক্যাল ডিজাইন এবং সার্কিট ডিজাইন। এই প্রশিক্ষণের দ্বারা শিক্ষার্থীদের ইডিএ টুলে কাজ করার দক্ষতা আরও বৃদ্ধি পাবে। এই কেন্দ্রে শিক্ষকতা প্রদান করবেন উল্কাসেমির অভিজ্ঞ ও দক্ষ ইঞ্জিনিয়ারবৃন্দ। ভবিষ্যতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ফার্মওয়্যার ডেভেলপমেন্ট ও আইটিভিত্তিক আরও বিষয় অন্তর্ভুক্ত করা হবে।





